• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

আমিরাতের নতুন প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৪ মে ২০২২  

সংযুক্ত আরব আমিরাতের নতুন প্রেসিডেন্ট হিসেবে শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের নাম ঘোষণা করেছে দেশটির সুপ্রিম কাউন্সিল। শনিবার এই ঘোষণা দেওয়া হয়। প্রেসিডেন্ট নির্বাচনের জন্য আজ শনিবার (১৪ মে) ফেডারেল সুপ্রিম কাউন্সিলের সভা হয়। এতে ফেডারেল সুপ্রিম কাউন্সিলের সদস্যদের মধ্য থেকে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করা হয়।

৬১ বছর বয়সী এই নেতা প্রয়াত প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের স্থলাভিষিক্ত হবেন। তিনি দেশটির তৃতীয় প্রেসিডেন্ট হলেন। সেই সঙ্গে তিনি আবুধাবির ১৭তম শাসক হলেন। 
এর আগে গতকাল শুক্রবার (১৩ মে) ৭৩ বছর বয়সে মারা যান প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান। খবর খালিজ টাইমসের।

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট ও আবুধাবির শাসক শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুতে দেশটিতে ৪০ দিনের শোক ঘোষণা করা হয়েছে। গতকাল থেকে পতাকা অর্ধনমিত রেখে এই শোক পালন করা হচ্ছে।

সেইসঙ্গে শনিবার থেকে দেশটির সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান তিন কার্যদিবস বন্ধ রয়েছে। আমিরাতের প্রেসিডেনশিয়াল অ্যাফেয়ার্স মন্ত্রণালয় এই ঘোষণা দেয়।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা