• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সরিয়ে নেয়া হলো ৫০০ জনকে

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৩  

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলের শান্তি শহরে একটি বস্তিতে আগুন লাগার ঘটনায় ৫০০ জনকে নিরাপদে সরিয়ে আনা হয়েছে। শুক্রবার ভোরে ঐ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

শুক্রবার ভোর ৬টা ২৭ মিনিটে সিওলের দক্ষিণাঞ্চলের ঘনবসতিপূর্ণ গুরিয়াং গ্রামে আগুন লাগে। তবে অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর রয়টার্সের। 

দেশটির ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, ঐ এলাকায় ৬৬০টি বসতি রয়েছে। এর মধ্যে  অন্তত ৪০টি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। 

আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ২৯০ জন কর্মী কাজ করছেন। এছাড়া ১০টি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। 

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়েওল ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে বর্তমানে সুইজারল্যান্ডের দাভোসে থাকলেও আগুন নেভাতে তিনি সর্বোচ্চ শক্তি প্রয়োগ করার আহ্বান জানিয়েছেন। 

এশিয়ার চতুর্থ অর্থনীতির দেশ উত্তর কোরিয়ার এই গুরিয়াং গ্রামটিকে সম্পদের অসম বন্টনের উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়ে থাকে। 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা