• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

ন্যান্সি পেলোসির টেবিলে পা উঠিয়ে ছবি তোলা ওই ব্যক্তির কারাদণ্ড

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৫ মে ২০২৩  

২০২১ সালে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলার সময় প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির টেবিলে দুই পা উঠিয়ে ছবি তোলা সেই ব্যক্তিতে (রিচার্ড বার্নেট) সাড়ে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

স্থানীয় সময় বুধবার (২৪ মে) ওয়াশিংটন ডিসির আদালতে এ রায় ঘোষণা করা হয়। বেআইনিভাবে ক্যাপিটলে প্রবেশ করা এবং বিপজ্জনক অস্ত্রের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণসহ রিচার্ড বার্নেটের বিরুদ্ধে মোট আটটি অভিযোগ আনা হয়েছিল। গত জানুয়ারিতে বিচারপতিরা তাদের পর্যবেক্ষণ দিয়েছিলেন। এরপর সবকটি অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়।

রায় ঘোষণার আগে প্রসিকিউটররা বিচারক ক্রিস্টোফার কুপারের কাছে রিচার্ড বার্নেটের সাত বছরের কারাদণ্ড চেয়েছিলেন।

আদালতে প্রসিকিউটররা বলেছেন, দোষ করার পরও বার্নেট কোনো অনুশোচনা দেখাননি। স্পিকারের কক্ষে তোলা ছবি বিক্রি করে তিনি মুনাফা করতে চেয়েছিলেন।

২০২১ সালের ৬ জানুয়ারি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা ক্যাপিটল হিলে হামলা চালান। সে সময় প্রতিনিধি পরিষদের তৎকালীন স্পিকার ন্যান্সি পেলোসির টেবিলে পা উঠিয়ে ছবি তুলেছিলেন রিচার্ড বার্নেট। এটি পরবর্তী কালে ক্যাপিটল হিলে হামলার ঘটনার প্রতীকী ছবিতে পরিণত হয়েছিল।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা