• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

যুদ্ধ বন্ধে ইউক্রেনকে নিরপেক্ষ থাকার ঘোষণা দিতে হবে

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৮ মে ২০২৩  

ইউক্রেন যুদ্ধ বন্ধ করে শান্তি স্থাপনের শর্ত আবারও ঘোষণা দিয়েছে রাশিয়া। রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল গালুজিন বার্তা সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, সবার আগে ইউক্রেনকে ‘নিরপেক্ষ’ থাকার ঘোষণা দিতে এবং ‘নতুন ভৌগলিক বাস্তবতা’ মেনে নিতে হবে।

পাশাপাশি ইউক্রেনে রুশ ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিতে হবে বলেও জানান তিনি। গালুজিন বলেন, ইউক্রেনীয় সেনাবাহিনী যদি শত্রুতা বন্ধ করে এবং দেশটিতে পশ্চিমা দেশগুলো সমরাস্ত্র সরবরাহ বন্ধ করে দেয় তাহলে একটি শান্তি চুক্তি সম্ভব।

তিনি আরও বলেন, একটি টেকসই শান্তি প্রতিষ্ঠা করতে হলে ইউক্রেনকে নিরপেক্ষ থাকার ঘোষণা দিতে হবে। এর অর্থ হচ্ছে, কিয়েভ স্পষ্ট ভাষায় ঘোষণা করবে যে, দেশটি কখনও ন্যাটো জোট কিংবা ইউরোপীয় ইউনিয়নে যোগ দেবে না।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা