• শনিবার ০২ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৬ ১৪৩০

  • || ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

মিশরে পুলিশ কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২ অক্টোবর ২০২৩  

মিশরের ইসমাইলিয়া শহরের একটি পুলিশ কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ইতোমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সোমবার ভোরে শহরের নিরাপত্তা অধিদফতর থেকে আগুনের শিখা ছড়িয়ে পড়েছে। আশঙ্কা করা হচ্ছে ভবনটির মূল সম্মুখভাগটি ধসে পড়েছে।

দুইজন প্রত্যক্ষদর্শী সংবাদমাধ্যম রয়টার্সকে জানিয়েছেন, ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন পাঠানো হয়েছে কিন্তু আগুন নিয়ন্ত্রণে তারা হিমশিম খাচ্ছে বলে মনে হচ্ছে। এরইমধ্যে কয়েকজনকে বের করে আনতে দেখা গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা স্পষ্ট নয়।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা