হঠাৎ নায়িকা উধাও, প্রেতাত্মা’র উপস্থিতিতে পরিচালকের সঙ্গে কী ঘটেছ
ষাট গম্বুজ টাইমস
প্রকাশিত: ২৩ মে ২০২৩

বলিউড ইন্ডাস্ট্রিতে ভূতুড়ে ছবি মানেই সবার আগে মনে পড়ে পরিচালক রামগোপাল বর্মার নাম। কিন্তু সত্তরের দশকে বলিপাড়াকে একাধিক হরর ঘরানার ছবি উপহার দিয়েছেন রামসে ব্রাদার্স। ভয়াবহ পরিবেশের সঙ্গে টানটান উত্তেজনা তৈরি করতে সিদ্ধহস্ত ছিল তারা।
১৯৮৮ সালের মে মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘বীরানা’ ছবিটি। শ্যাম রামসে এবং তুলসী রামসে দু’জনে এই ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন। হরর ঘরানার এই ছবিতে অভিনয় করেন জ্যাসমিন ঘুন্না, হেমন্ত বিরজে এবং কুলভূষণ খরবন্দাকে।
তবে, ‘বীরানা’ ছবির গল্প সম্পূর্ণ কল্পনাপ্রসূত নয়। বরং পরিচালক শ্যামের জীবনের ঘটনাই এই ছবিতে ফুটে উঠেছে। ‘প্রেতাত্মা’র উপস্থিতি টের পেয়েছিলেন বলে দাবি করেন শ্যাম। এই ঘটনার প্রভাব শ্যামের জীবনেও ছিল বহু বছর। পাঁচ বছর পর নিজের জীবনের সেই ভয়াবহ অভিজ্ঞতা থেকেই ‘বীরানা’ ছবিটি বানিয়েছেন শ্যাম। এক পুরোনো সাক্ষাৎকারে শ্যাম জানিয়েছিলেন, শুটিং শেষ করে বাড়ি ফেরার পথে এক ‘প্রেতাত্মা’কে দেখেছিলেন তিনি।
শ্যাম জানান, ১৯৮৩ সালে ‘পুরানা মন্দির’ ছবির শুটিং করতে মহাবালেশ্বর গিয়েছিলেন তিনি। ছবির শুটিং শেষ হয়ে যাওয়ার পর তারকাদের সঙ্গে কর্মীদলের সকল সদস্য মুম্বাই ফিরে যান। কর্মীদলের সদস্যরা ফিরে গেলেও মহাবালেশ্বরে থেকে যান শ্যাম। পরবর্তী কয়েকটি ছবির প্লট নিয়ে চিন্তাভাবনা করার জন্য সেখানেই কয়েক দিন থাকার সিদ্ধান্ত নেন তিনি।
বেশ কয়েকদিন মহাবালেশ্বরে থাকার পর মুম্বাইয়ে ফিরছিলেন শ্যাম। রাতে সড়কপথে নিজেই গাড়ি ছুটিয়ে মুম্বাইয়ের দিকে যাচ্ছিলেন তিনি। হঠাৎ মাঝরাস্তায় এক নারীকে একা দাঁড়িয়ে থাকতে দেখে চমকে যান শ্যাম। গাড়ি থামিয়ে দেন তিনি। তার গাড়ি দেখে শ্যামের দিকে এগিয়ে আসেন ওই নারী। শ্যাম সাক্ষাৎকারে দাবি করেন, ‘‘ওই নারী আমার কাছে লিফ্ট চান। এতো রাতে কোনো গাড়ি পাচ্ছেন না বলে রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন তিনি।’’
ওই নারী বিপদে পড়েছেন জেনে সাহায্যের হাত বাড়িয়ে দেন বলে দাবি করেন শ্যাম। নারীকে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়ে নিজের গাড়িতে তাকে উঠতে বলেন শ্যাম। তিনি জানান, ওই নারী গাড়ির পিছনের আসনে না বসে শ্যামের পাশে সামনের আসনে এসে বসেন। তবে গাড়িতে বসার পর নারী একদম চুপ করে ছিলেন বলেও দাবি করেন শ্যাম। তা দেখে সন্দেহ হয় তার। বার বার ওই নারীর সঙ্গে বার্তালাপ চালানোর চেষ্টা করছিলেন শ্যাম। তা সত্ত্বেও কোনও উত্তর দিচ্ছিলেন না ওই নারী। তার দিকে ভাল করে লক্ষ করতেই চমকে ওঠেন শ্যাম।
সাক্ষাৎকারে শ্যাম দাবি করেন, নারীর পায়ের দিকে লক্ষ করে দেখেন যে তার পা বিপরীত দিকে ঘুরে রয়েছে। এই দৃশ্য দেখে ভয় পেয়ে যান শ্যাম। সজোরে গাড়ির ব্রেক কষেন শ্যাম। ব্রেক কষার সঙ্গে সঙ্গে স্টিয়ারিংয়ের দিকে এগিয়ে যান তিনি। সেই মুহূর্তে পাশে তাকিয়ে দেখেন, নারী আর সামনের আসনে বসে নেই। শ্যাম গাড়ি থামানোর পরেই নাকি দরজা খুলে গাড়ি থেকে নেমে পড়েন ওই নারী। তার পর ঘুটঘুটে অন্ধকারের মধ্যে মিলিয়ে যান তিনি। পুরো ঘটনাটি এত তাড়াতাড়ি ঘটে যে, থতোমতো খেয়ে যান শ্যাম। তার শরীরের ভিতর দিয়ে বয়ে যায় শীতল স্রোত।
ভয়ে কাঠ হয়ে যান শ্যাম। এমন ভয়ানক ঘটনা তাঁর সঙ্গে ঘটতে পারে তা কল্পনাও করতে পারেননি তিনি। বোধ ফিরে আসার পর আর একমুহূর্তও সেই জায়গায় দাঁড়িয়ে থাকেননি তিনি। সঙ্গে সঙ্গে গাড়ি চালু দেন শ্যাম। তিনি সাক্ষাৎকারে বলেন, ‘‘যখন বুঝতে পারি কী হয়েছে, তখন আর এক সেকেন্ডও অপেক্ষা করিনি আমি। গাড়ি চালিয়ে সোজা মুম্বই চলে আসি। রাস্তার মাঝখানে কোথাও গাড়ি দাঁড় করায়নি আমি।’’
শ্যামের দাবি, ‘প্রেতাত্মা’র সঙ্গে সাক্ষাতের ঘটনা ভুলতে পারেননি তিনি। নিজে হরর ঘরানার ছবি বানান শ্যাম। তবে, কোনও দিন সত্যিই ‘ভূত’ দেখতে পাবেন তা কল্পনা করেননি তিনি। পরে শ্যাম সিদ্ধান্ত নেন, এই ঘটনার ওপর ভিত্তি করে একটি ছবি বানাবেন।
পাঁচ বছর পর তুলসির সঙ্গে সহ-পরিচালনার মাধ্যমে ‘বীরানা’ ছবির কাজ শুরু করেন তিনি। ৪৫ লাখ টাকা বাজেটের এই ছবিটি বক্স অফিসে চুটিয়ে ব্যবসা করে। দু’কোটি টাকার বেশি উপার্জন করে শ্যামের ছবিটি। তবে ‘বীরানা’ মুক্তির আগে সেন্সর বোর্ডের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন শ্যাম। সেন্সর বোর্ড নির্দেশ দেয়, বহু দৃশ্য বাদ দিলে তবেই ছবিটি মুক্তি পাবে।
বলিপাড়া সূত্রে খবর, এই ছবি থেকে ৪৯টি দৃশ্য বাদ দেওয়া হয়। ‘বীরানা’ ছবিতে অভিনয় করে জ্যাসমিন রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন। কিন্তু তার পর আর কোনও ছবিতে কাজ করতে দেখা যায়নি তাকে। ইন্ডাস্ট্রি থেকে হঠাৎ উধাও হয়ে যান অভিনেত্রী।
বলিপাড়ার একাংশের মতে, ‘বীরানা’ ছবিতে অভিনয়ের পর অন্ধকারজগৎ থেকে হুমকি আসত জ্যাসমিনের কাছে। অনেকে তাঁকে কুপ্রস্তাব দিতেন বলেও শোনা যায়। এ সব থেকে নিজেকে সরিয়ে ফেলতে মুম্বই ছেড়ে আমেরিকায় চলে যান তিনি। সেখানে গিয়ে বিয়ে করে সংসার নিয়েই ব্যস্ত হয়ে পড়েন জ্যাসমিন।
কিন্তু শ্যাম এক পুরোনো সাক্ষাৎকারে জানান, ‘বীরানা’ ছবি মুক্তির পর জ্যাসমিনের মা অসুস্থ হয়ে পড়েন। অভিনেত্রী সিদ্ধান্ত নেন, ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে সরে গিয়ে মায়ের সঙ্গেই বাকি জীবনটা কাটাবেন। তবে আসল সত্য কী, তা এখনও কেউ জানেন না।

- শেখ তন্ময়ের উদ্যোগে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ
- বাগেরহাটের চুলকাটি বাজার থেকে ট্রাক চুরি
- শরণখোলায় কালবৈশাখীর ছোবল
- বাগেরহাটে আজমীর শরিফের সিনিয়র খাদেমের আগমনে দোয়া মাহফিল
- বাগেরহাট আদালতে বিশ্রামাগার ‘ন্যায় কুঞ্জ’র ভিত্তিপ্রস্তর স্থাপন
- তীব্র তাপপ্রবাহ থেকে শিশুদের রক্ষার উপায়
- চিতলমারীতে ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন
- বিয়ে করলেন ঐশী
- ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি শিশু গুরুতর আহত
- তীব্র দাবদাহ, প্রাথমিকের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ স্থগিত
- ভারতে ট্রেন দুর্ঘটনায় শেখ হাসিনার শোক
- ৩০০ আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশ
- এই বাজেট সংকটে ঘুরে দাঁড়ানোর বাজেট : কাদের
- ভারতে ট্রেন দুর্ঘটনা : নিহতের সংখ্যা বেড়ে ২৮৮, আহত ৯০০
- আইএমএফের প্রেসক্রিপশনে বাজেট দিইনি: অর্থমন্ত্রী
- বাগেরহাটে ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়েছে
- ৫ জুন মোংলা বন্দরে নিলামে উঠছে ১৪৭ গাড়ি
- সুন্দরবনে ২৪ জেলে আটক
- খুলনা-মাওয়া মহাসড়কে আবারও ঝরল প্রাণ
- বাগেরহাটে বখাটেদের হামলায় ৮ পরীক্ষার্থী আহত
- কবিরাজের কাছে আঁচিল তুলতে গিয়ে ধর্ষণের শিকার স্কুলছাত্রী
- ছয় দিনের সরকারি সফরে তুরস্কে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- দেশে অন্তত ২ কোটি মানুষ আয়কর দিতে সক্ষম : তথ্যমন্ত্রী
- রাশিয়া থেকে ১ লাখ ৮০ হাজার টন সার আসবে
- ভারতের ওপর দিয়ে বাংলাদেশে আসছে নেপালের বিদ্যুৎ
- কোন স্যাংশন দিয়ে এ উন্নয়ন ব্যাহত করতে পারবেনা- কৃষিমন্ত্রী
- একনজরে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট
- বিকেলের নাস্তায় হয়ে যাক ‘চিকেন মালাই কাবাব’, রেসিপি...
- জাল সনদে ২৬ বছর ধরে শিক্ষকতা, বেতন ফেরত দেওয়ার নির্দেশ
- দুধ পানে রাসূল (সা.) এর তিন সুন্নত
- বিসিএস পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী ঠেকাতে বিশেষ আইন পাস
- মাদ্রাসা ছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে হত্যা
- চিতলমারীতে বিয়ের দাবিতে প্রেমিকার সংবাদ সম্মেলন
- চিতলমারীতে বিসিআইসি সার ডিলারদের সংবাদ সম্মেলন
- বাগেরহাটে বৃদ্ধ নিবাস ও এতিমখানা ‘স্বপ্ননীড়’ এর কার্যক্রম শুরু
- মোংলায় বজ্রপাতে নিহত ১
- কোন স্যাংশন দিয়ে এ উন্নয়ন ব্যাহত করতে পারবেনা- কৃষিমন্ত্রী
- ফখরুলের বক্তব্য স্বাধীনতাবিরোধী অবস্থানের বহিঃপ্রকাশ : কাদের
- তিন দেশ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- সুন্দরবনে ৭টি ট্রলার ও নৌকাসহ ৭ জেলে আটক
- ঘূর্ণিঝড়ের আগে আরেক দফা তাপপ্রবাহ হতে পারে
- রামপালে পানির ট্যাংক পেল ৬৫০ পরিবার
- শরণখোলায় আম গাছে আম নয় যেন সফেদা ঝুলছে !
- শরণখোলায় গাছ থেকে পড়ে শিক্ষকের মৃত্যু
- ২০০ কিলোমিটার বেগে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘মোখা’
- মোরেলগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ ২ যুবক আটক
- মোরেলগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ
- পুলিশকে সহযোগিতা করুন, আইনশৃঙ্খলা ভালো থাকবে: ওসি রামপাল থানা
- অনির্বাচিত সরকারের সুযোগ নেই, নিরপেক্ষ নির্বাচন হবে : রাষ্ট্রপতি
- ঘূর্ণিঝড় মোখা: ‘পরিস্থিতি বুঝে’ এসএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত
