• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

দেশে পৌঁছেছে সিনোফার্মের আরো ১০ লাখ টিকা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৩০ জুলাই ২০২১  

চীন থেকে কেনা সিনোফার্মের আরো ১০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে টিকার চালানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। রাতেই আরো দুটি চালান আসবে।

স্বাস্থ্য অধিদফতরের প‌রিচালক ও লাইন ডিরেক্টর ড. মো. শামসুল হক বলেন, আজ মোট ৩০ লাখ ডোজ আসবে। এর মধ্যে ১০ লাখ ডোজ রাত ১০টায় ঢাকায় এসে পৌঁছেছে। আরো ১০ লাখ রাত একটা এবং বাকি ১০ লাখ আসবে তিনটায়।

সিনোফার্ম থেকে বাংলাদেশ সরকারের বাণিজ্যিকভাবে কেনা ১০ লাখ ডোজ টিকার প্রথম চালান ২ জুলাই দেশে আসে। এর পরদিন আরো ১০ লাখ, সর্বশেষ ১৭ জুলাই রাতে দুই চালানে আরো ২০ লাখ ডোজ টিকা দেশে আসে। এ নিয়ে সিনোফার্মের মোট ৫০ লাখ ডোজ টিকা দেশে এসেছে।

১২ মে প্রথমবার সিনোফার্মের তৈরি ৫ লাখ উপহারের টিকা বাংলাদেশে পাঠায় চীন। দ্বিতীয় দফায় ১৩ জুন আরো ৬ লাখ টিকা পাঠায়। সব মিলিয়ে মোট ১১ লাখ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দিয়েছে চীন। আরো ১০ লাখ ডোজ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দেবে দেশটি।

চুক্তি অনুযায়ী, তিন মাসের মধ্যে সিনোফার্ম থেকে মোট দেড় কোটি ডোজ টিকা দেশে আসার কথা রয়েছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা