• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

টিকা পাবেন ১৮ বছর বয়সীরা, ৮ আগস্ট থেকে নিবন্ধন

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৩০ জুলাই ২০২১  

করোনাভাইরাস প্রতিরোধী টিকা নিতে বয়সসীমার আরও কমানো হয়েছে। টিকা নিতে নিবন্ধন করতে সরকারি সুরক্ষা অ্যাপে ২৫ বছরের নাগরিকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। ৮ আগস্ট থেকে ১৮ ও তদূর্ধ্ব বয়সীরাও টিকার নিবন্ধন করতে পারবেন।

বৃহস্পতিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, যাদের বয়স ১৮ বা তার চেয়ে বেশি তাদের নিবন্ধন ৮ আগস্ট থেকে শুরু হবে। জাতীয় পরিচয়পত্র থাকলেই অনলাইনে নিবন্ধন করা যাবে। যাদের এনআইডি নেই তাদেরকে সংশ্লিষ্ট এলাকার মেয়র, উপজেলা পরিষদ অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রত্যয়নপত্র নিতে হবে। এরপর সংশ্লিষ্ট টিকাদান কেন্দ্রে সরাসরি উপস্থিত হয়ে টিকা নিতে পারবেন।

এর আগে একাধিকবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক টিকা নিতে বয়সসীমা ১৮ বছর করার চিন্তা ভাবনা চলছে বলে জানিয়েছিলেন। গত ১৫ জুলাই তিনি বলেন, জাতীয় কারিগরি পরামর্শক কমিটি টিকার জন্য নিবন্ধনের বয়সসীমা ১৮ বছর পর্যন্ত করার সুপারিশ করেছে। আমরা চিন্তা করছি টিকার জন্য বয়সসীমা আরও কমিয়ে আনা যায় কিনা। আমাদের টেকনিক্যাল কমিটিও জানিয়েছে, ১৮ বছর এবং তার ঊর্ধ্বে টিকা দেওয়া যায় কিনা।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা