• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

ভাসানচরে যেতে বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের চুক্তি শনিবার

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২১  

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য ভাসানচরে যাওয়ার বিষয়ে বাংলাদেশের সঙ্গে চুক্তি সই করছে জাতিসংঘ। শনিবার (০৯ অক্টোবর) এ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হবে।

বুধবার (৬ অক্টোবর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মহসীন।

তিনি বলেন, চুক্তিতে বাংলাদেশের পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে আমি এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) হেড এমওইউতে স্বাক্ষর করবেন। শনিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হবে।

চলতি বছরের জুলাইয়ের শেষের দিকে ভাসানচরে রোহিঙ্গাদের মানবিক সহায়তায় জাতিসংঘের সঙ্গে একটি খসড়া চুক্তি করে বাংলাদেশ। বাংলাদেশের প্রত্যাশা ছিল, আগস্টের শুরুতে চুক্তি চূড়ান্ত হলে সেপ্টেম্বর থেকে মাঠ পর্যায়ে কাজ শুরু করবে জাতিসংঘ। তবে কিছুটা বিলম্ব হলেও অবশেষে ভাসানচরে যুক্ত হতে যাচ্ছে জাতিসংঘ।

জানা গেছে, রোহিঙ্গাদের চলাচলের স্বাধীনতা চেয়েছে জাতিসংঘ। এখানে শুধু জরুরি ক্ষেত্রে যেমন কেউ অসুস্থ হয়ে পড়লে, সে ক্ষেত্রে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার মতো বিষয়গুলোতে বাংলাদেশ ছাড় দেবে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা