• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

পাবজি খেলতে না পেরে কিশোরের আত্মহত্যা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২১  

কুমিল্লায় মোবাইল ফোনে পাবজি গেমস খেলতে না দেয়ায় শুভ মজুমদার (১২) নামের এক কিশোর আত্মহত্যা করেছে। শনিবার নগরীর ঠাকুরপাড়া এলাকার মদিনা মসজিদ সংলগ্ন একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুভ পাবজি ও ফ্রি-ফায়ার গেমস খেলতো। কিন্তু তার মা পুর্নিমা মজুমদার তাকে মোবাইল ফোন দিতে চাইতো না। শনিবার দুপুরেও সে তার মায়ের কাছে মোবাইল ফোন চায়। কিন্তু তার মা তাকে মোবাইল ফোন না দেয়ায় সে ঘরের দরজা বন্ধ করে কান্নাকাটি শুরু করে। এক পর্যায়ে সে পাখার সাথে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ধারণা করা হচ্ছে সে ওয়াড্রফের উপর উঠে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে স্বজনরা জানালা দিয়ে দেখে পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে।

শুভ কান্দিরপাড় এলাকার মলয় মজুমদারের ছেলে। সে কুমিল্লা মর্ডান হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র। 

কোতোয়ালি মডেল থানার ওসি আনওয়ার-উল আজিম বলেন, শুভ নামের একটা কিশোরের আত্মহত্যার কথা শুনেছি। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছি।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা