তরুণরা আমাদের সাম্প্রতিক উন্নয়নের সম্মুখ সারির যোদ্ধা
ষাট গম্বুজ টাইমস
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২১

তরুণদের বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের সম্মুখ সারির শক্তি আখ্যা দিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আশা প্রকাশ করে বলেছেন, বাংলাদেশের যুবসমাজই উন্নত ভবিষ্যৎ নিয়ে আসবে।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটালের সমাপনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ আশা ব্যক্ত করেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে এই অনুষ্ঠানে বঙ্গভবনের গ্যালারি হল থেকে ভার্চুয়ালি যুক্ত হন মো. আবদুল হামিদ।
২০১৫ সাল থেকে প্রতিবছর ওআইসি সদস্যভুক্ত দেশগুলোকে ‘ওআইসি ইয়ুথ ক্যাপিটাল’ এর স্বীকৃতি দিয়ে আসছে ইসলামিক কো-অপারেশন ইয়ুথ ফোরাম (আইসিওয়াইএফ)। ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল-২০২০ উপলক্ষে আয়োজন করা বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে সমাপনী অনুষ্ঠানে পুরস্কার দেওয়া হয়।
রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশ গত এক দশক ধরে উন্নয়নের পথে হাঁটছে। আমাদের জাতির এই উত্থান অন্যদের জন্য দৃষ্টান্ত হয়ে আছে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন। তিনি তার পিতার মতোই তরুণদের অনুপ্রাণিত করে চলেছেন।’
আবদুল হামিদ বলেন, ‘আমি এটা বলতে পেরে গর্বিত যে, তরুণরা আমাদের সাম্প্রতিক উন্নয়নের সম্মুখ সারির যোদ্ধা। বাংলাদেশে তরুণদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। বিশ্বের সর্বোচ্চ জনসংখ্যাগত লভ্যাংশের মধ্যে রয়েছে। এটি আমাদের আশাবাদী এবং আত্মবিশ্বাসী করছে যে, এই তরুণরাই একটি উন্নত ভবিষ্যৎ নিয়ে আসবে।’
অনুষ্ঠানে রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমানের তরুণ বয়সের রাজনৈতিক সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তার (রাষ্ট্রপতি) তরুণ বয়সে বঙ্গবন্ধুর নেতৃত্বের উপস্থিতির জন্য তিনি গর্বিত।
রাষ্ট্রপতি বলেন, ‘বঙ্গবন্ধু আমার প্রজন্মের তরুণদের মতো পরবর্তী প্রজন্মকেও অনুপ্রাণিত করেছিলেন।’
আবদুল হামিদ বলেন, ‘বিশ্ব দ্রুত পরিবর্তন হচ্ছে এবং তরুণরা দ্রুত মানিয়ে নিতে পারে, সেজন্য তারাই অগ্রগতির সূচনাকারী। তারুণ্যের এই উদযাপন আমাকে আশা দিয়েছে— বিশ্বের ভবিষ্যৎ ভালো এবং এ পথে যে চ্যালেঞ্জই আসুক না কেন, যুবকরা সাহসের সঙ্গে এর মোকাবিলা করবে। শক্তভাবে লড়াই করবে এবং শেষ পর্যন্ত জয়ী হবে। আমি সব সময় লক্ষ্য করেছি, তারুণ্যের শক্তির জয় সবসময়ই হয়।’
ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল বিশ্ব ও বাংলাদেশের তরুণদের জন্য একটি ‘দুর্দান্ত অভিজ্ঞতা’ মন্তব্য করে রাষ্ট্রপতি বলেন, ‘আমি বিশ্বাস করি, তরুণরা নিজেদের মতামত বিনিময় এবং কর্মসূচিতে অংশ নেওয়ার মাধ্যমে একত্রিত হয়েছে। এর ফলে তরুণরা একটি নেটওয়ার্ক গড়ে তুলবে এবং সহযোগিতা ও সহাবস্থানের একটি উন্নত বিশ্ব গড়ে তুলবে।’
তিনি বলেন, ‘‘আয়োজক দেশ হিসেবে আমরা তরুণদের একত্রে সংগঠিত করতে পেরে আনন্দিত। বাংলাদেশ সবসময় আন্তর্জাতিক বন্ধুত্ব গড়ে তোলার প্রক্রিয়ায় রয়েছে। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়’ নীতিতে বিশ্বাস করি। আমি আশা করি, বিশ্বের তরুণরা একই দর্শনকে সমুন্নত রাখবে।’’
আবদুল হামিদ বলেন, ‘সংকটে যুবকরা সবসময়ই অবদান রেখেছে, ঠিক যেমনটি তারা সাম্প্রতিক মহামারি সময়ে রেখেছিল। একটি শক্তিশালী এবং উৎসাহী যুব নেটওয়ার্ক হলো একটি শক্তিশালী শক্তি, যা সব সমস্যার বিরুদ্ধে এবং সমতা ও সমৃদ্ধির জন্য স্থিতিস্থাপকতা তৈরি করে। আমি আশা করি, তরুণরা এই দর্শনকে নিজের মধ্যে ধারণ করে সমাজ ও মানবতার জন্য অবদান রাখবে।’
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, ইসলামিক কো-অপারেশন ইয়ুথ ফোরামের প্রেসিডেন্ট তাহা আইয়ান, তাতারাস্তানের মন্ত্রী তাইমুর সুলেমানভ (ভার্চুয়াল), মালদ্বীপের ইয়ুথ, স্পোর্টস অ্যান্ড কমিইউনিটি এমপাওয়ারমেন্ট মন্ত্রী আহমেদ মাহলুফ।
আগামী বছরের জন্য তাতারাস্তানের রাজধানী কাজানকে ওআইসি ইয়ুথ ক্যাপিটাল হিসেবে ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ইয়ুথ ক্যাপিটালের চাবি তাতারাস্তানের যুব বিষয়কমন্ত্রী তাইমুর সুলেমানভের পক্ষে ওআইসি ইয়ুথ ফোরামের প্রেসিডেন্ট তাহা আইয়ানের হাতে হস্তান্তর করেন।

- মোরেলগঞ্জে পূর্ণিমার জোয়ারের পানিতে প্লাবিত পৌর শহরসহ ২০ গ্রাম
- আন্তর্জাতিক যুব দিবসে এক্টিভিস্তা বাগেরহাটের নানা আয়োজন
- মোরেলগঞ্জে পল্লী চিকিৎসক প্রশিক্ষণ কেন্দ্র সিলগালা
- রামপাল বিদ্যুৎকেন্দ্রের চুরি হওয়া মালামালসহ আটক ৪
- রামপাল বিদ্যুৎকেন্দ্রের চুরি হওয়া মালামালসহ আটক ৪
- প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে ইউএনও কবীর হোসেনকে বিদায় সংবর্ধনা
- তিন ফুটের অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে ডুবলো পুরো সুন্দরবন
- শেষ পর্যন্ত বেটউইনার এর সঙ্গে চুক্তি বাতিল করলেন সাকিব
- ছেলের ছবি প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমণি
- এশিয়ার সবচেয়ে ধনী নারী যেভাবে এক বছরে অর্ধেক সম্পদ খুইয়েছেন
- সমদ্র বন্দরসমূহে আজও ৩ নম্বর সতর্ক সংকেত
- ভারতবর্ষের সকল ইতিহাসকে ছাপিয়ে গেছে বঙ্গবন্ধুর ইতিহাস
- দেশবিরোধী মিথ্যা অপপ্রচার চিহ্নিত করলো রয়টার্স
- টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
- বৈশ্বিক মন্দায় অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ ভাল আছে
- অপরাজনীতির মাধ্যমে বিএনপি দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়
- ব্যাংকের শাখায় শাখায় পাওয়া যাবে ডলার
- শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি বাড়ছে: দীপু মনি
- ভুটানের সঙ্গে শুল্কমুক্ত বাণিজ্য শুরু হচ্ছে
- বাংলাদেশ সেনাবাহিনীকে ১৮টি অ্যারাবিয়ান ঘোড়া উপহার দিল কাতার
- ৩ বছরে ৫ লাখ কর্মী নেবে মালয়েশিয়া, মূল বেতন ৩৭ হাজার
- কক্সবাজারে পর্যটক হয়রানি ঠেকাতে ট্যুরিস্ট পুলিশের ৮ নির্দেশনা
- বঙ্গমাতা নারীদের অনুপ্রেরণা হয়ে থাকবেন: স্পিকার
- নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কারে জরিপ চলছে : প্রধানমন্ত্রী
- মোংলায় নাসা অ্যাপস চ্যালেঞ্জ বিশ্ব চ্যাম্পিয়ন সুমিত’র সংবর্ধনা
- চীনের কয়েক শহরে নতুন করে লকডাউন
- প্রযোজকদের নির্বাচন থেকে সরে গেলেন সেলিম খান ও ডিপজল
- বেটিং কোম্পানির সঙ্গে চুক্তি ভঙ্গ না করলে নিষিদ্ধ হবেন সাকিব
- সর্বোচ্চ ৫০ শতাংশ লঞ্চ ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে
- বঙ্গোপসাগরে ৬ ট্রলার ডুবে ১৯ জেলে নিখোঁজ
- কুমিরকে তীরে টেনে আনলো গরু, বনবিভাগের সহযোগিতায় উদ্ধার
- আমরা জ্বালানি সাশ্রয়ের উদ্যোগ নিয়েছি : প্রধানমন্ত্রী
- মোংলায় নিলামে ১১৫ গাড়ি, বিড হবে অনলাইনেও
- সবাই সত্যিকারের নিরপেক্ষ নির্বাচন চায় : কৃষিমন্ত্রী
- বাগেরহাটে পাকাঘর পাচ্ছেন ৫০০ ভূমিহীন পরিবার
- জলবায়ু পরিবর্তনে উপকূলবাসীর জীবন-জীবিকায় প্রভাব
- কষ্টে চলছে মাটির চুলার কারিগরদের জীবন
- আ’লীগ ক্ষমতায় না থাকলে মানুষের কল্যাণ হয় না: প্রধানমন্ত্রী
- জোয়ারের অস্বাভাবিক পানিতে বাগেরহাটের অর্ধশত গ্রাম প্লাবিত
- শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী আগামীকাল
- আগামী নির্বাচনে সব দলের অংশগ্রহণ চায় ইইউ
- মোংলা বন্দর দিয়ে ঢাকার গার্মেন্টস পণ্য রপ্তানি শুরু
- জ্বালানি সাশ্রয়ে পাজেরো ছেড়ে ভ্যান ধরলেন মোংলার মেয়র
- গোলপাতার রসের গুড় যাচ্ছে দেশের বাইরে
- মোংলায় মুরগির খোপে ১২ ফুট লম্বা অজগর
- রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা বোঝাই প্রথম জাহাজ মোংলা বন্দরে
- শরণখোলায় লোকালয়ে ছাগলকে গিলে ফেলার চেষ্টা অজগরের !
- ফকিরহাটে মেলার স্টলে ৪০ প্রজাতির ফল
- রাশিয়ার পণ্যবাহী জাহাজ মোংলা বন্দরে
- মোংলায় নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কারের সম্ভাবনা, নমুনা সংগ্রহ
