• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৩ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

ষাট গম্বুজ বার্তা

বিএসএমএমইউ’তে আগুন, ৫০ গাড়ি ভাঙচুর

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৪ আগস্ট ২০২৪  

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সাথে শাহবাগে ছাত্রলীগ, যুবলীগ নেতা কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভেতরে থাকা অন্তত ৫০টি গাড়িতে ভাঙচুর ও আগুন দিয়েছে। রবিবার (৪ আগস্ট) বেলা ১২টার দিকে রাজধানীর শাহবাগে এ ঘটনা ঘটে।

এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ভেতরে থাকা অ্যাম্বুলেন্স, প্রাইভেটকার, মোটরসাইকেলসহ অন্তত ৫০টি গাড়িতে ভাঙচুর করতে দেখা যায়। পরে আগুন জ্বলতে দেখা যায়।

রবিবার (৪ আগস্ট) সকালে শাহবাগে শিক্ষার্থীরা এলে সেখানে ছাত্রলীগ, যুবলীগের নেতাকার্মীরা প্রথমে ধাওয়া দেওয়ার চেষ্টা করে। পরে শিক্ষার্থীরা তাদের পাল্টা ধাওয়া দিলে তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকে অন্যদিক দিয়ে বেরিয়ে যায়। বর্তমানে শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান করছেন। শাহবাগ মোড়ে অবস্থান নিলে ওই এলাকার সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

এর কিছুক্ষণ পরে আন্দোলনটা শিক্ষার্থীরা লাঠিসোটা হাতে বাংলা মোটরে মোরে অবস্থান নেয়। এ ঘটনার সময় শাহবাগের বিএসএমএমইউয়ের ভেতরে সরকারদলীয় নেতাকর্মীরা বহুতল ভবনের ছাদে আশ্রয় নেন। পরে ফায়ার ব্রিগেডের গাড়ি আসে। আগুন এখন প্রায় নিয়ন্ত্রণের দিকে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা