• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৩ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

ষাট গম্বুজ বার্তা

রোববার সব রুটে ট্রেন চলাচল বন্ধ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৪ আগস্ট ২০২৪  

দুইদিন স্বল্প দূরত্বে ট্রেন চলাচলের পর অনিবার্য কারণবশত রোববার সব রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে।

শনিবার বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) নাহিদ হাসান খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে বলেও জানান তিনি। 

যদিও শনিবার সন্ধ্যায় বাংলাদেশ রেলওয়ে জানিয়েছিলো, শিডিউল অনুযায়ী শনিবার ট্রেন চলাচল করেছে। বন্ধের কোনো ঘোষণা আসেনি।

এর আগে সরকারি চাকরিতে কোটা ইস্যুকে ঘিরে গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির দিন থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

পরে গত বৃহস্পতিবার স্বল্প দূরত্বের ট্রেন চলাচল শুরু হয়। তবে আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ ছিলো। রেলওয়ের এ সিদ্ধান্তের ফলে রোববার স্বল্প দূরত্বের ট্রেনও চলবে না।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা