• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৩ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

ষাট গম্বুজ বার্তা

‘পুলিশ স্বাভাবিক কাজ শুরু করলেই ব্যারাকে ফেরত যাবে সেনাবাহিনী’

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৪  

দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সবার সহাযোগিতা চেয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

তিনি বলেছেন, পুলিশ সংগঠিত হয়ে স্বাভাবিক কাজ শুরু করলেই ব্যারাকে ফেরত যাবে সেনাবাহিনীর সদস্যরা।

সোমবার বিকালে খুলনার শহিদ শেখ আবু নাসের স্টেডিয়ামে সেনাপ্রধান এসব বলেন।

ওয়াকার-উজ-জামান বলেন, পুলিশ বাহিনীর ওপর আক্রমণ হয়েছে। পুলিশ বাহিনীর সংখ্যা দুই লাখ। এত বড়সংখ্যক পুলিশ বাহিনী যখন অকার্যকর (ইন অ্যাকটিভ) হয়ে গেছিল, তখন এটাকে কার্যকর করা সেনাবাহিনীর জন্য দুরূহ হয়ে পড়েছিল। তবে আমরা সুন্দরভাবে এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে এনেছি।

সেনাপ্রধান বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আশাব্যঞ্জক। পরিস্থিতির আরো উন্নতি হলে সব নিয়মিত বাহিনী সন্ত্রাস দমনে তাদের অভিযান পরিচালনা করবে। তিনি বলেন, সারাদেশের ২০ জেলায় ৩০ মাইনরিটি রিলেটেড (সংখ্যালঘু সংক্রান্ত) অপরাধ হয়েছে। এর মধ্যে অধিকাংশই লুটপাট, মন্দিরে অগ্নিসংযোগ। যার অধিকাংশই রাজনৈতিক সংশ্লিষ্ট।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা