• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

রামপালে এক ব্যাক্তির করোনায় মৃত্যু ভূয়া ঠিকানা ব্যবহারের অভিযোগ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২১  

বাগেরহাটের রামপালে মোশারেফ হোসেন (৩৪) নামে এক ব্যাক্তি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেছেন। বুধবার সাকালে তিনি মারা যান। তার বাড়ী উপজেলার প্রসাদনগরে বলে জানা গেছে। করোনা উপসর্গ নিয়ে তিনি কয়েকদিন পূর্বে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু হাসপাতালে ভর্তি হওয়ার সময় তিনি ভূয়া ঠিকানা ব্যবহার করেছিলেন বলে জানা গেছে। ফলে তিনি করোনায় মারা গেলে ও উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাতে তার করোনায় আক্রান্ত হওয়ার কোন তথ্য ছিলনা।
মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে যে, কয়েকদিন পূর্বে তিনি শারীরীক অসুস্থতা নিয়ে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার করোনা পজিটিভ ধরা পড়ে। চিকিৎসাধীন অবস্থায় বুধবারে তার মৃত্যু হয়। উল্লেখ্য তিনি বাইনতলা ইউনিয়নের বারুইপাড়া মাদ্রাসার শিক্ষক ছিলেন। পাশাপাশি তিনি ফয়লা বাজরে হারবাল ওষুধের ব্যবসা করতেন।
রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত পাল এ প্রতিবেদককে জানান যে, প্রকৃত ঠিকানা গোপন করে ভূয়া ঠিকানা ব্যবহার করে বাগেরহাটের সদর হাসপাতালে ভর্তি হওয়ায় রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাতে তার আক্রান্ত হওয়ার কোন তথ্য ছিলনা। তিনি তার এক স্বাস্থ্য সহকারীরর মাধ্যমে এ খবর জানতে পেরেছেন বলে তিনি সংবাদ কর্মীদের জানান। তবে সচেতন মহল মনে করে, রামপালে কেউ ভূয়া ঠিকানা ব্যবহার করে অন্য স্থানে ভর্তি হলে রামপালে করোনা সমস্যা আরো জটিল হতে পারে। তাই করোনা উপসর্গ নিয়ে ভর্তির সময় সকলের সঠিক ঠিকানা নিশ্চিত করা দরকার বলে এলাকার সচেতন মহল মনে করে।

 

 
ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা