• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

মোরেলগঞ্জের পানগুছি নদীতে নির্মিত হচ্ছে বহুল প্রত্যাশিত সেতু

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৫ মে ২০২১  

প্রকল্প বাস্তবায়ন হলে পানগুছি সেতু নির্মাণের মাধ্যমে দেশের দক্ষিণাঞ্চলে উপজেলা পর্যায়ে নিরবিছিন্ন সড়ক নেটওয়ার্কের উন্নতি হবে। বাগেরহাটের সঙ্গে মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলাসহ রাজধানী এবং মোংলা বন্দরের নিরবিচ্ছিন্ন সড়ক যোগাযোগ ব্যবস্থাপনার উন্নয়ন ঘট‌বে। এতে সুন্দরবন সংলগ্ন এলাকায় অর্থনৈতিক উন্নয়ন ও পর্যটন শিল্পের উন্নতিও ত্বরান্বিত হবে।

মঙ্গলবার (৪ মে) প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় ১১ হাজার ৯০১ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এসব প্রকল্পের মধ্যে সরকারি অর্থায়ন আট হাজার ৯৯১ কোটি ৪৪ লাখ টাকা। বৈদেশিক উৎস থেকে ঋণ দুই হাজার ৯৯ কোটি ৯১ লাখ টাকা। আর সংস্থার নিজস্ব অর্থায়ন ৮০৯ কোটি ৯৮ লাখ টাকা।

এ বিষয়ে বাগেরহাট সওজের নির্বাহী প্রকৌশলী মোঃ আনিসুজ্জামান মাসুদ বলেন, ‘সুন্দরবন সংলগ্ন এলাকায় এ সেতুটি নির্মাণ করা হবে। প্রাথমিকভাবে জনবল নিয়োগ হয়ে গেলে আশা করা যায় আগামি ছয় মাসের মধ্যে কার্যক্রম শুরু করা যাবে।

উল্লেখ্য, গত ২০১৭ সালের ২৮ মার্চ মোড়েলগঞ্জের পানগুছি নদীতে খেয়া ট্রলার ডুবে ২২ জন যাত্রী নিখোঁজ হন। এ ঘটনায় ১৯ জন নিহত হন। এরপর থেকেই পানগুছি সেতু মোড়েলগঞ্জ শরনখোলাবাসীর প্রাণের দাবীতে পরিণত হয়। এ দাবি নিয়ে বিভিন্ন সময়ে মানববন্ধনও করেছে এলাকাবাসী।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা