• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

সাগরে দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উপকূলে ফিরছে মাছ ধরা ট্রলার

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৪ মে ২০২১  

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সাগর প্রবল ঢেউ ও দূর্যোগপূর্ণ আবহাওয়া থাকায় মাছ ধরা ট্রলার গুলো উপকূল এলাকায় ফিরতে শুরু করেছে। সোমবার ভোর থেকে দূর্যোগের আতংকে উপকূলীয় বিভিন্ন খালে ও নদীতে মাছ ধরা শতাধিক ট্রলার আশ্রয় নিয়েছে। এদিকে ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় উপকূলীয় অঞ্চলগুলোতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন।

বঙ্গোপসাগরের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় ইয়াস বুধবার (২৬ মে) সুপার সাইক্লোন হয়ে উপকূলে আঘাত হানার কথা থাকলেও ইতিমধ্যে সাগর উত্তাল থাকায় দূর্যোগের মুখে পড়েছে অনেক মাছ ধরা ট্রলার। ইয়াসের প্রভাবে রাত থেকেই গভীর সমুদ্রে বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে গেছে বলে জানিয়েছেন ফিরে আসা জেলেরা।

বঙ্গোপসাগর থেকে ফিরে আসা জেলে আবুল কালাম বলেন, চার-পাঁচদিন সাগরে জাল বাইছি, মাছ পোনা নাই। হঠাৎ করে রবিবার সন্ধ্যায় নদীর পানি খুব উত্তাল হয়ে ওঠে। এক পর্যায়ে ঝড়ো বাতাস ও বৃষ্টি শুরু হলে আমরা দ্রুত কূলের দিকে চলে আসি। আরও অনেক জেলে এরকম ঝড়ের কবলে পড়েছে।

ট্রলারের মাঝি আইয়ুব আলী বলেন, রেডিও তে অল্প অল্প ঝড়ের খবর শুনছিলাম। কিন্তু হঠাৎ মেঘ এবং ঢেউ শুরু হলে আমরা দ্রুত উপকূলে ফিরে আসতে বাধ্য হই। আমাদের মত অনেক ট্রলার ফিরে আসছে। সুন্দরবনের ভিতরেও অনেক ট্রলার আশ্রয় নিয়েছে বলে জানান তিনি।

উপকূলীয় মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি শেখ ইদ্রিস আলী বলেন, সাগরে মাছ ধরা যে ট্রলার গুলো ছিলো সেগুলো তীরে ফিরতে শুরু করেছে। কিছু ট্রলার তীরে নোঙ্গর করেছে। অন্য ট্রলারগুলোও দ্রুত সময়ের মধ্যে ফিরে আসবে বলে জানান তিনি।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা