• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

শরণখোলায় প্রাণিসম্পদ প্রদর্শনী

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৫ জুন ২০২১  

শরণখোলায় প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১ অনুষ্ঠিত হয়েছে। ‘পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন’ এই প্রতিপাদ্য নিয়ে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগীতায় এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল চত্বরে শনিবার দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল। প্রদর্শনীর স্টলে উপজেলার বিভিন্ন এলাকার খামারিরা তাদের পালিত উন্নতজাতের পশু ও হাঁস-মুরগি প্রদর্শন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন শান্ত। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. তোফাজ্জেল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূরুজ্জামান খান, মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই, প্রধান শিক্ষক সুলতান আহমেদ গাজী ও খামারি নাছির জোমাদ্দার।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা