• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

কচুয়ায় বাড়ছে করোনা:সোনালী ব্যাংকের কার্যক্রম বন্ধ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৩ জুন ২০২১  

কচুয়ায় বেড়েই চলছে করোনা সংক্রমণ। কচুয়া সোনালী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীর মধ্যে ব্যাপক হারে করোনা সংক্রমণ হওয়ায় কার্যক্রম বন্ধ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষায় ৮জনের মধ্যে র‌্যাপিড এন্টিজেন্ট টেস্টে দুইজনের করোনা সনাক্ত হয়। এছাড়া কচুয়া সোনালী ব্যাংকে ১০ জন কর্মকর্তা কর্মচারীর মধ্যে ৮ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে।

সোনালী ব্যাংক লিমিটেড কচুয়া শাখার ব্যবস্থাপক সিনিয়র প্রিন্সিপাল অফিসার রবীন্দ্র নাথ গাইন বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, আমি ও একজন অফিস সহকারী এখনো সুস্থ্য আছি। বাকীরা সবাই করোনা আক্রান্ত। উর্দ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে শুধুমাত্র সরকারী লেনদেন চলমান রয়েছে।

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও)ডা.মনি শংকর পাইক বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, হাসপাতালের একজন সেবিকা সহ দুইজনের করোনা সনাক্ত হয়েছে। সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে আহবান জানান এ স্বাস্থ্য কর্মকর্তা।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা