• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

মোংলায় মসজিদে মাস্ক বিতরণ করলেন ইউএনও কমলেশ মজুমদার

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৬ জুন ২০২১  

বাগেরহাটের মোংলায় মাস্ক বিতরণ করেছেন মোংলা উপজেলা প্রশাসন। শুক্রবার (২৫ জুন) জুমাআর নামাজের আগ মূহুর্তে পৌরসভার কেন্দ্রীয় বাজার জামে মসজিদ, মোংলা থানা জামে মসজিদ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদ সহ মোংলা পোর্ট পৌরসভার ১৫ টি মসজিদে গিয়ে ঈমাম,খতিব ও মসজিদ কমিটির হাতে এ মাস্ক এবং মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক প্রেরিত ধারণাপত্র ও ধর্মীয় আলোকে মহামারি প্রতিরোধ বিষয়ক আলোচনার জন্য  সংশ্লিষ্ট সকলকে বিশেষ অনুরোধ করেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী (ভূমি) নয়ন কুমার রাজবংশী সহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, সংক্রমণ রোধে মাস্ক ব্যবহারের বিকল্প নেই। তাই মাস্কের ব্যবহার নিশ্চিত করার লক্ষে এবং সবাইকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করতেই আমাদের এ প্রচারাভিযান।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা