• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

কচুয়া বাল্যবিবাহ প্রতিরোধে কালো আংটি

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৯ জুন ২০২১  

আমিই পারি শিশু বিবাহ প্রতিরোধ করতে,এই স্লোগানকে সামনে রেখে কচুয়া উপজেলায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কচুয়া এপির সহযোগিতায় আন্ধারমানিক মাধ্যমিক বালিকা বিদ্যালয় কতৃক আয়োজিত হয় বাল্যবিবাহ প্রতিরোধে জাস্ট ম্যারিড গ্লোবাল ক্যাম্পেইন।২৮ জুন সোমবার সুরক্ষা উপকরণ নিশ্চিত করে কচুয়া উপজেলার আন্ধারমানিক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের খোলা প্রাঙ্গণে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।এতে উক্ত বিদ্যালয়ের কিছু সংখ্যক শিক্ষক ও ছাত্রীরা অংশ নেয়।বাল্যবিবাহ প্রতিরোধে উপস্থিত শিশুরা নিজ হাতে মার্কার পেন দিয়ে ব্লাক রিং(কালো আংটি)নামে একটি গোল বৃও অংকন করে এবং সকলে গোল বৃত্তকরে দাঁড়িয়ে হাত দিয়ে সফত করেন নিজে বাল্যবিয়ে করবেন না এবং বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক সচেতনতা তৈরীতে সহায়তা করবে।এসময় অন্যাঅন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কচুয়া এপির প্রোগ্রাম অফিসার বিপ্লব মন্ডল, ক্রিস্টিয়ানা রাখি,বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবীর প্রমুখ।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা