• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

মোংলায় মাঠে রয়েছে নৌ বাহিনী ও কোস্টগার্ড

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২ জুলাই ২০২১  

করোনা সংক্রমন রোধে সরকার ঘোষিত দেশব্যাপি কঠোর লকডাউন বাস্তবায়নে ১ম দিন মোংলায় মাঠে নেমেছে নৌবাহিনী ও কোস্টগার্ড। পরিস্থিতি পর্যবেক্ষন ও লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করছে দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

 

বৃহস্পতিবার (১ জুলাই) সকালে মোংলা পৌরশহরের বিভিন্ন রাস্তায় টহল দিচ্ছে দুই প্লাটুন নৌবাহিনীর সদস্য, কোস্টগার্ড, পুলিশ ও আনসার সদস্যরা। জরুরী পণ্য ও হাসপাতাল ব্যাতিত বন্ধ রয়েছে শহরের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও শপিংমল। রাস্তা ঘাটে কোন প্রকারের যানবাহন চলাচল করতে দেখা যায়নি।

 

মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বাগেরহাট টুয়েন্টিফোরকে জানান, প্রয়োজন ছাড়া যেন কেউ ঘর থেকে না বের হয় সেজন্য উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এর আগে গত ৩০ মে থেকে ৩০ জুন পর্যন্ত কঠোর বিধি নিষেধ চলমান ছিলো মোংলায়।

 

এদিকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে মোংলা বন্দরে অবস্থানরত সকল বানিজ্যিক জাহাজের পণ্য খালাস স্বাভাবিক রাখা হবে বলে বাগেরহাট টুয়েন্টিফোরকে জানান বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা