• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

ফকিরহাটে করোনায় স্বাস্থ্যবিধি অমান্য করায় ৩ জনের সাজা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৬ জুলাই ২০২১  

ফকিরহাটে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মনোয়ারা বেগম নামে ৭২বছর বয়স্ক এক নারী। তিনি রবিবার রাত সাড়ে ৯টার দিকে মারা যান। এদিন সকালে করোনা আক্রান্ত হয়ে ৬০ বছর বয়স্ক মোহম্মদ আলী সরদার মারা গেছেন। এছাড়া গত দুই দিনে ফকিরহাটের বিভিন্ন এলাকায় করোনা উপসর্গ নিয়ে এক নারী সহ ৩জনের মৃত্যু হয়েছে। ফকিরহাটে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ১৫জন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অসিম কুমার সমাদ্দার জানান, সোমবার ৪০জনের নমূনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য বিভাগ। নমূনা পরীক্ষায় ১৫জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৭শতাংশ। এদিকে কঠোর লকডাউনে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সহ আইনশৃংখলা বাহিনীর কড়া নজরদারী ও ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত হয়েছে।

ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সানজিদা বেগম জানান, গত দুই দিনে কঠোর লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ৩ জনকে তিনদিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন। একই সময়ে ৯জনকে ১৫হাজার ৩শত টাকা জরিমানা করা হয়েছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা