• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটে কঠোর লকডাউন বাস্তবায়নে সেনা টহল অব্যাহত

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৬ জুলাই ২০২১  

বাগেরহাটে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ বাস্তবায়নের জন্য স্থানীয় সহায়তা করতে সেনা টহল অব্যাহত রয়েছে। সোমবার দিনব্যাপী জেলার বিভিন্ন এলাকায় কয়েকটি দলে বিভক্ত অপারেশন কোভিড শিল্ড এর আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর-৭ পদাতিক ডিভিশনের অধিন-২৮পদাতিক ডিভিশনের ৬৬ইস্ট বেংগল গত বছরের মত এবছরও সাধারন মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং সর্তকতা মুলক টহল ১লা জুলাই হতে পরিচালনা করছে।

সোমবার সকালেও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ টহল পরিচালনা করছে। বাগেরহাট জেলার রাস্তাঘাট বিভিন্ন প্রবেশপথ ও সম্ভাব্য জনসমাগমের স্থানে টহল অব্যাহত রয়েছে। সেনাবাহিনীর সাথে বেসামরিক প্রশাসন দেখা গেছে।

বাহিরে কাউকে অপ্রয়োজনে দেখা গেলে সেনাবাহিনীর সদস্যগণ জিজ্ঞাসাবাদ করছেন। এবং বিভিন্ন সময় জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতকে আইন প্রয়োগে সহযোগীতা করতে দেখা গেছে। সরকারের দেওয়া লকডাউন বাস্তবায়ন করতে সেনাবাহিনীর সদস্যগণদের মাঠ পর্যায়ে ব্যাপক তৎপরতা চালাতে লক্ষ্য করা গেছে। বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী হাকিম মারজানা আক্তার এর ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট আতিক এর নেতৃত্বে সেনা সদস্যরা।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা