• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

শরনখোলায় ৪১বছর পর নারী ইউএনওর যোগদান

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৭ জুলাই ২০২১  

বাগেরহাটের শরনখোলায় সর্ব প্রথম এক নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) যোগদান করেছেন। জানাগেছে, সাবেক রাষ্টপতি হুসাইন মুহম্মদ এরশাদের শাসন আমলে ১৯৮০ সালে বাগেরহাট জেলার শরনখোলার চার ইউনিয়নের এই জনপদটি উপজেলায় রুপান্তিত হয়।

তৎকালীন সময়ে প্রথম উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন, জনাব তরীৎকান্তী রায়। উপজেলা সৃষ্টির দীর্ঘ ৪১ বছর পর নির্বাহী কর্মকর্তা হিসেবে এই সর্বপ্রথম একজন নারী কর্মকর্তা (ইউএনও) শরনখোলায় যোগদান করেন।

নবাগত ওই নির্বাহী কর্মকর্তার নাম খাতুনে জান্নাত। ৬জুলাই (মঙ্গলবার) সকালে তিনি শরনখোলা উপজেলার বিদ্ধায়ী (ইউএনও) সরদার মোস্তফা শাহিনের কাছ থেকে দ্ধায়িত্বভার গ্রহন করেন। নবাগত ওই কর্মকর্তা ৩০তম (বিসিএসএ) অংশ নিয়ে ২০১২ সালে রংপুর জেলায় সহকারী কমিশনারের পদে যোগদান করেন।

এছাড়া এ উপজেলায় যোগদানের পুর্বে তিনি খুলনা আঞ্চলিক প্রসাশন কার্যালয়ে কর্মরত ছিলেন। তার বাড়ী খুলনার খালিশপু এলাকায়। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত।

তিনি সাংবাদিকদের বলেন, ইতি পর্বে আমি বাগেরহাট জেলায় চাকুরী করেছি । তাই শরনখোলা উপজেলাকে ভালোবেসেই (ইউএনও) হিসেবে আমি এখানে যোগদান করেছি।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা