• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

মাস্কের কথা জিজ্ঞাসা করলেই মুচকি হেসে দূরে সরে যান তারা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৬ জুলাই ২০২১  

লকডাউন শিথিল হওয়ার পর বৃহস্পতিবার (১৫ জুলাই) বাগেরহাটের শরণখোলার আমড়াগাছিয়ায় প্রথম বসেছে কোরবানির পশুর হাট। উপজেলার প্রধান পশুর হাট এটি। কোরবানি উপলক্ষে বাজার সম্প্রসারিত করা হয়েছে আমড়াগাছিয়া হাই স্কুল মাঠে। এই পশুর হাটে হাজার হাজার মানুষের উপস্থিতি। কারো মধ্যেই করোনাভীতি নেই। অনেকের মুখেই মাস্ক নেই। যাদের আছে তাও দেখা যায় থুতনিতে।

বিকেল ৪টার দিকে পশুর হাটে গিয়ে দেখা যায় স্বাস্থ্যবিধি ভঙ্গের এমন চিত্র। কোরবানির আর মাত্র কয়েকদিন বাকি। এ জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়ছে পশুর হাটে। পশুর চেয়ে ক্রেতার সংখ্যা কয়েকগুণ বেশি। এ সময় কোরবানরি পশুর কিনতে আসা কজনকে মাস্কবিহীন কেন এসেছেন জিজ্ঞেস করতেই মুচকি হেসে দূরে সরে যান তারা।

এদিকে আমড়াগাছিয়া কোরবানির পশুর হাট ঘুরে স্থানীয় ক্ষুদ্র খামারিদের গরু-ছাগলই বেশি দেখা গেছে। কারণ দীর্ঘদিন সারা দেশে কঠোর লকডাউন চলায় বাইরে থেকে তেমন একটা পশু আসেনি। এই সুযোগে বেশির দাম পাওয়ার আশায় গৃহস্থের গোয়ালে থাকা গরু-ছাগলগুলো হাটে ওঠানো হয়েছে।

স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, এ বিষয়ে জানতে চাইলে পশুর হাটের ইজারাদার মো. রুবেল খান জানান, মাইকিং করে ক্রেতা-বিক্রেতাদের শতর্ক করা হয়েছে। দীর্ঘদিন পর প্রথম হাট বসায় মানুষের চাপ একটু বেশি। আগামী হাট থেকে যেন এমন না হয় সে ব্যাপারে খেয়াল রাখা হবে।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাতুনে জান্নাত বলেন, স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে এমনিতেই মানুষ উদাসীন। লকডাউন শিথিল হওয়ায় তারা আরো সুযোগ পেয়েছে। পশুর হাটের বিষয়টি স্থানীয় জনপ্রতিধিদের নিয়ে ভিড় কমানোর চেষ্টা করা হচ্ছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা