• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটে ২৪ ঘণ্টায় মৃত্যু ২, আক্রান্ত ৮৮

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৭ জুলাই ২০২১  

বাগেরহাটে এক দিনে ২৪৩ নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে মারা গেছেন দুইজন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ১৫১ জন। মোট মারা গেছেন ১০৬ জন। সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৬০ জন।

বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৬৮৫ জন। শুক্রবার (১৬ জুলাই) দুপুরে সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির এ তথ্য জানিয়েছেন।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, বাগেরহাটে ২৪ ঘণ্টায় ২৪৩ নমুনা পরীক্ষায় ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন দুই জন।

তিনি আরও বলেন, লকডাউন শিথিল ও ঈদুল আজহার কোরবানির কারণে লোকজন খুব বেশি বাইরে বের হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ার অনুরোধ করেন তিনি।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা