• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

মোল্লাহাটে নতুন করে ১৯ জনের করোনা শনাক্ত, সুস্থ-৪০ জন

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৮ জুলাই ২০২১  

মোল্লাহাটে নতুন করে ১৯ জনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। শনিবার সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য বিভাগ ৪৫ জনের নমুনা পরীক্ষা করে এর মধ্যে ১৯ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ফোকাল পার্সন ডাঃ জব্বার ফারুকী বিষয়টি বাগেরহাট টুয়েন্টিফোরকে নিশ্চিত করেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস বাগেরহাট টুয়েন্টিফোরকে জানান, মোল্লাহাটে দিন দিন করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। শনিবার উপজেলা স্বাস্থ্য বিভাগ ৪৫ জনের নমুনা সংগ্রহ করেন এর মধ্যে ১৯ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। নতুন করে সুস্থ হয়েছেন ৪০ জন করোনা রোগী। করোনা সংক্রমনের দ্বিতীয় ঢেউয়ে মোল্লাহাটে মোট ৩৬০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১০০ জন, হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন আছেন ২৫৬ জন এবং মৃত্যু বরণ করেছেন ৪ জন।

তিনি আরো বলেন, অযথা কেউ বাড়ির বাইরে ঘোরা ফেরা করেবেন না । জরুরী প্রয়োজনে ঘর থেকে বের হলে মাস্ক ব্যবহার করবেন। করোনা লক্ষণ দেখা দিলে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা