• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

আত্মসমর্পণ করা ২৮৪ বনদস্যু পেল র‌্যাবের উপহার

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৯ জুলাই ২০২১  

বাগেরহাটে দস্যুতা ছেড়ে আত্মসমর্পণ করা সুন্দরবনের বনদস্যু ও জলদস্যুদের মাঝে র‌্যাব-৮ এর পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (১৮ জুলাই) দুপুরে এসব উপহারসামগ্রী তাদের হাতে তুলে দেওয়া হয়।

বাগেরহাটের ভাগাবাজার, সাইনবোর্ড, মোংলাসহ বিভিন্ন এলাকায় ২৮৪ জন বনদস্যুদের মাঝে ঈদ উপহার দেওয়া হয়। উপহারসামগ্রীর মধ্যে চাল, ডাল, আলু, পেঁয়াজ, সেমাই, চিনি, সয়াবিন তেলসহ ও নগদ অর্থ ছিল।

র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, আমরা ২৮৪ জন বনদস্যু ও তাদের পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী এবং নগদ অর্থ দিয়েছি।

তিনি আরও বলেন, আত্মসমর্পণের পর থেকে-ই আমরা তাদের স্বাভাবিক জীবনে ফেরার জন্য সব ধরনের সহযোগিতা করে আসছি। সেই ধারাবাহিকতায় তাদের এই সহায়তা দেওয়া হয়েছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা