• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

ফকিরহাটের সিরামিক কোম্পানিকে অর্থদন্ড ও ২জনকে কারাদন্ড

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৫ জুলাই ২০২১  

ফকিরহাটে ভ্রাম্যমান আদালতের পৃথক পৃথক অভিযানে টাউন নওয়াপাড়ায় অবস্থিত সাউথইস্ট ইউনিয়ন সিরামিক ইন্ডাষ্ট্রিজ লিঃ নামক একটি কোম্পানিকে অর্থদন্ড ও দুই ব্যক্তিকে কারাদন্ড প্রদান করা হয়েছেন।

 

 

শনিবার সকাল ১১ টায় ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সানজিদা বেগমের নেতৃত্বে এক ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে অপরাধ প্রমানিত হওয়ায় তাৎক্ষনিক সাউথ ইস্ট ইউনিয়ন সিরামিক ইন্ডাষ্ট্রিজ নামক কোম্পানীকে ৩০ হাজার টাকা জরিমান প্রদান করে তা আদায় করেন। শুধু তাই নয় কঠোর লকডাউন চলাকালে কোম্পানিটি বন্ধ রাখারও নির্দেশ প্রদান করেন তিনি।

 

অপর দিকে একই আদালত দুপুর সাড়ে বারটার সময় উপজেলার শুভদিয়া এলাকায় সরকারী বিধি নিষেধ অমান্য করে সরকারী জল-মহল হতে স্যালো ইঞ্জিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগে দেয়াপাড়া গ্রামের মোঃ ঈমান আলী শেখের পুত্র মোঃ আজগর আলী শেখ (৪৮) ও একই গ্রামের লিয়াকত আলী শেখের পুত্র ইসা আলী শেখ (৪০)কে ৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করে তাদেরকে বাগেরহাট জেলা কারাগারে প্রেরণ করেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা