• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

সরকার নির্ভর না হয়ে সকলকে এগিয়ে আশার আহ্বান

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৯ জুলাই ২০২১  

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমন শূন্যের কোঠায় আনতে সাধারণ মানুষের আরও সচেতন হওয়া জরুরি। এ ক্ষেত্রে সরকারি কর্মকর্তা, আইন-শৃংখলা রক্ষাকারি বাহিনী, সেনাবাহিনী, গণমাধ্যম যথেষ্ট চেষ্টা করছে। তাদের পাশে থেকে তৃণমূলে এই মুহুর্তে স্কাউটস্ এর এ্যাডাল্ট লিডার ও রোভার স্কাউটস্ করোনা সংক্রমন রোধে জোরাল ভূমিকা রাখতে পারে। তাই পরস্পরকে রক্ষার জন্য শুধু সরকার নির্ভর না হয়ে সকলকে হাত বাড়ানো জরুরি।

বুধবার বেলা ১২টায় মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটস্ সভাপতি মো. জাহাঙ্গীর আলম তার কার্যালয়ে স্কাউটস্ নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় এমন প্রত্যাশা ব্যাক্ত করেন। তিনি পরস্পরকে রক্ষার জন্য শুধু সরকার নির্ভর না হয়ে সকলকে হাত বাড়ানোর আহ্বান জানান।

নির্বাহী কর্মকর্তা করোনার বিরুদ্ধে সম্মুখ সারিতে থেকে যুদ্ধ করার জন্য স্কাউটস্ লিডারদেরকে আগামি শনিবার থেকে ইউনিয়ন পরিষদ গুলোতে স্থাপিত গণটিকাকেন্দ্রগুলোতে শৃংখলা রক্ষার দায়িত্ব পালনের জন্যও অনুরোধ করেন।

উপজেলা স্কাউটস্ কমিশনার মো. আবু সালেহ, সহকারি কমিশনার হারুন অর রশিদ, আলমগীর হোসেন, হোসনেয়ারা হাসি, সাধারণ সম্পাদক প্রভাত কুমার মিস্ত্রী, উপজেলা স্কাউটস লিডার হরিচাঁদ কুন্ডু, কাব লিডার তাছনিম আহমেদ মানজার ও অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা