• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

চিতলমারীতে বীর মুক্তিযোদ্ধা আজিজুলের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৩১ জুলাই ২০২১  

চিতলমারীর বীর মুক্তিযোদ্ধা ও কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা মো. আজিজুল হক খান (৭০) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি ----রাজেউন)। বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত সাড়ে ১০ টায় ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, একপুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার (৩০ জুলাই) জুম্মা বাদ গ্রামেরবাড়ি চিতলমারীর বড়বাড়িয়া শাহী ঈদগাঁহ মাঠে মরহুমের জানাজা নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

বীর মুক্তিযোদ্ধা আজিজুল হককে উপজেলা সমাজ সেবা কর্মকর্তার মো. আবু মুসার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন থানার পরিদর্শক (তদন্ত) ইকরামুল হক, বীর মুক্তিযোদ্ধা ইসাহাক মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম মাহাতাবুজ্জামান ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অহিদুজ্জামান পান্না প্রমূখ।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা