• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

মোল্লাহাটে লকডাউন বাস্তবায়নে প্রশাসন ও সেনাবাহিনীর অভিযান অব্যাহত

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১ আগস্ট ২০২১  

মোল্লাহাটে করোনা ভাইরাসের সংক্রমণ (কোভিড-১৯) এর ২য় ঢেউ হতে সকলকে রক্ষায় কঠোর লকডাউন সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে অব্যাহত অভিযান কার্যক্রম পরিচালনা করছে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনী। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মোল্লাহাট বাজার, চৌরঙ্গির মোড় ও গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কে এ অভিযান পরিচালিত হয়।


এসময় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে সরকারি বিধি নিষেধ অমান্য করার অপরাধে ৩’টি মামলায় মোট ১১হাজার ৩’শ টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনিন্দ্য মন্ডল।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, শেখ হাসিনা সেনানী বাস, বরিশাল (বাংলাদেশ সেনাবাহিনী)’র ওয়ারেন্ট অফিসার আব্দুস ছাত্তার, ইউপি চেয়ারম্যান এস,কে হায়দার মামুন, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও সিনিয়র সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম, ইউপি সদস্য মোঃ সিরাজুল ইসলাম মোল্লা প্রমূখ।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা