• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

চিতলমারীতে বঙ্গমাতা ফজিলাতুন্নেছার জন্মবার্ষিকী পালিত

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৯ আগস্ট ২০২১  

চিতলমারীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। রবিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় উপজেলা মহিলা বিষক অধিদপ্তরের উদ্যোগে ও উপজেলা প্রসাশনের সহযোগীতায় জন্মবার্ষিকী উপলক্ষ্যে এক ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিটন আলীর সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. হাফিজুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে সংযুক্ত থেকে অংশগ্রহণ করেণ উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, থানার পরিদর্শক (তদন্ত) মো. ইকরাম হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এসএম মাহাতাবুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা স্বপনা, শিক্ষা অফিসার মো. অমিনুল ইসলাম, পল্লি বিদ্যুতের ডিজিএম শেখ আব্দুর রহমান, বীরমুক্তিযোদ্ধা বেল্লাল হোসেন, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাফাসহ বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন দপ্তর প্রধানগণ। এ ছাড়াও জন্মবার্ষিকী উপলক্ষ্যে ৭জন মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা