• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটে করাতকল খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২১  

বাগেরহাটের শরণখোলায় একমাস করাতকল (স‘মিল) খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ রবিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে শরণখোলা প্রেসক্লাবের সামনে করেছে করাতকল মালিক, শ্রমিক ও স্থানীয়রা এই মানববন্ধনে অংশগ্রহন করেন।

মানববন্ধনে বক্তব্য দেন, শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন শান্ত, উপজেলা আওয়ামীলীগের সাধারণ আসাদুজ্জামান মিলন, শরণখোলা মালিক-শ্রমিক সমিতির সভাপতি  এম সাইফুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক মিজান হাওলাদার, উপজেলা জাতীয় পার্টির সভাপতি গাজী বদরুজ্জামান আবু, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল হোসেন নান্টু প্রমুখ।

বক্তারা বলেন, প্রায় এক মাস ধরে শরণখোলার সকল করাতকল বন্ধ রয়েছে। এরফলে, কাঠ চেরাই করতে না পেরে এলাকাবাসী যেমন চরম দুর্বেগে পড়েছে, তেমনি শতশত শ্রমিক বেকার হয়ে পড়েছেন। স্থানীয় মানুষের দূর্ভোগ কমানো, মালিক ও শ্রমিকদের দূর্দশা লাঘবে অতিদ্রুত করাতকল খুলে দেওয়ার দাবি জানান তারা।

বাংলাদেশে প্রচলিত বন আইন অনুযায়ী, সংরক্ষিত বনাঞ্চলের ১০ কিলোমিটারের মধ্যে করাতকলসহ সব ধরণের মিল-কলকারখানা স্থাপন নিষিদ্ধ। এই আইন বাস্তবায়নের লক্ষে ১৭ আগস্ট সুন্দরবন পূর্ব বন  বিভাগ এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এলাকায় মাইকিং করে সমস্ত করাতকল বন্ধ রাখার নির্দেশ দেয়। সেই থেকে শরণখোলা উপজেলার প্রায় অর্ধশত করাতকল মালিক তাদের মিল বন্ধ রাখেন।

মানববন্ধনকারীদের দাবি উপকূলীয় উপজেলা শরণখোলাকে এই আইনের আওতামুক্ত রেখে স্থানীয়দের ভোগান্তির হাত থেকে রক্ষা করতে হবে। সেই সাথে সুন্দরবনের  মূল্যবান গাছ যাতে চোরাই পথে এই সব করাতকলে চেরাই না হয় সেজন্য নজরদারি বৃদ্ধির দাবি জানান তারা।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা