• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

মোড়েলগঞ্জে ইউপি নির্বাচনে ১৭ বিদ্রোহী প্রার্থী বহিস্কার

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২১  

বাগেরহাটের মোড়েলগঞ্জে আসন্ন ইউপি নির্বাচনে ১৪ ইউনিয়ন পরিষদের ১৭ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার করা হয়েছে। কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্ত মোতাবেক জেলা নেতৃবৃন্দের নির্দেশনায় এসব বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার আদেশের চিঠি প্রদান করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক।

মঙ্গলবার বিকালে জিউধরা ও রাতে বারইখালী ইউনিয়নের আওয়ামী লীগের আয়োজনে নৌকা প্রতিকের নির্বাচনী পৃথক দুটি পথসভায় জেলা নেতৃবৃন্দ বিদ্রোহীদের বহিস্কার আদেশের এ সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন।

দলের শৃংখলা ভেঙ্গে নির্বাচনে অংশ গ্রহণকারীদের দায় দায়িত্ব আওয়ামী লীগ নিবে না বলে পথসভায় জানান জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. ভূইয়া হেমায়েত উদ্দিন, উপজেলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক ও পৌরসভার মেয়র এ্যাড. মনিরুল হক তালুকদার।

বিকালে জিউধরার লক্ষিখালী বাজার ও বারইখালী তেতুলবাড়িয়া বাজারে অনুষ্ঠিত পৃথক পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. অজিয়ার রহমান পিকলু, জেলা তাতীলীগের সভাপতি আলহাজ্ব এ বাকী তালুকদার, বারইখালী ইউনিয়ন নৌকা প্রতিকের প্রার্থী চেয়ারম্যান মো. শফিকুর রহমান লাল ও জিউধরা ইউনিয়ন নৌকা প্রতিকের প্রার্থী চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা সহ আরো অনেকে।

উল্লেখ্য আগামী ২০ সেপ্টেম্বর মোড়েলগঞ্জে ১৬টি ইউনিয়নের ১৪ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা