• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়, কৃষি বিপণন অধিদপ্তরের কর্মচারী আটক

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২১  

ফকিরহাট বাজারে কৃষি বিপণন অধিদপ্তরের এক কর্মচারীকে আটক করেছে পুলিশ। আটক হওয়া ব্যক্তির নাম বিএম হাবিবুর রহমান। তিনি বিভিন্ন সময় ফকিরহাট বাজারের দোকানদারদের কাছে লাইসেন্সের নামে নগদ টাকা দাবী করতেন বলে অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করলে তাকে আটকে রেখে পুলিশে খবর দেয় দোকানদারেরা। 

ব্যবসায়ীদের অভিযোগ, আটক ব্যক্তি বিভিন্ন সময়ে ভয়ভীতি দিয়ে নগদ টাকা দাবি করে। তিনি নিজেকে সহকারী কৃষি বিপণন কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে দোকারদারদের নিকট থেকে বিভিন্ন উপায়ে অর্থ আদায় করে থাকেন। গত মাসেও কয়েকজন দোকানদার তাকে ৫০০ টাকা করে দিয়েছে। আজও আবার এসে তিনি টাকা দাবী করছেন।

বাজারে মুদি দোকানদার পলাশ কুমার দেবনাথ বলেন, ‘লাইসেন্স করার কথা বলে সে আমার কাছ থেকে দুই হাজার টাকা নিয়েছে।’

রিপন কুমার সরকার নামে আরেক দোকানদার বলেন, ‘ওই ব্যাক্তি আমাকে চাপ প্রয়োগ করে লাইসেন্স করে দেওয়ার নামে ১ হাজার টাকা নিয়েছেন। আজ আবার এসে টাকা চাইলে আমরা সবাই মিলে তাকে
আটকে পুলিশে খবর দিয়েছি। পুলিশ ঘটনাস্থলে এসে ঐ ব্যক্তিকে থানায় নিয়ে যায়।’

অভিযুক্ত বিএম হাবিবুর রহমান বলেন, ‘দোকানদারদের লাইসেন্স করে দেওয়ার জন্য আমি তাদের সহযোগিতা করি। আমার আসা যাওয়া ও লাইসেন্স খরচ বাবদ তাদের কাছ থেকে টাকা নেই। তবে দোকানদারদের সব অভিযোগ সত্য নয়।’

ফকিরহাট ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার বলেন, ‘বিভিন্ন সময়ে হাবিবুর রহমান দোকান মালিকদের কাছ থেকে আইনের ভয়ভীতি দেখিয়ে অনৈতিকভাবে টাকা নেওয়ার বিষয়টি শুনেছি। আজ আবার টাকা চাইতে আসলে দোকানদাররা মিলে তাকে আটকে রাখে। আমি ঘটনাস্থলে এসে পুলিশেকে খবর দিয়ে তাকে থানায় হস্তান্তর করেছি।’

ফকিরহাট মডেল থানার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ মো. খায়রুল আনাম বলেন, ‘দোকানদারদের অভিযোগ পেয়ে হাবিবুর রহমানকে থানায় নিয়ে এসেছি। কৃষি বিপণন অধিদপ্তরের উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা