• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে ইজিবাইক চালকের কারাদণ্ড

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২১  

বাগেরহাটে স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে আব্দুল কাদের (৩৩) নামের এক ইজিবাইক চালককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডাদেশ প্রাপ্ত আব্দুল কাদের (৩৩) বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের কাশিমপুর গ্রামের হেকমত শেখের ছেলে। আজ রোববার দুপুরে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুছাব্বেরুল ইসলাম ভ্রাম্যমান আদালতের বিচারক হিসেবে এই দন্ডাদেশ প্রদান করেন। পরে দুপুরেই তাকে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বেশকিছুদিন ধরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ওই শিক্ষার্থীকে নানাভাবে উত্ত্যক্ত করত আব্দুল কাদের। বিষয়টি আব্দুল কাদেরের পরিবারকে জানানো হলেও কোন সুরহা হয়নি। আজ ওই শিক্ষার্থীকে স্কুলের সামনে কথা বলার চেষ্টার সময় শিক্ষার্থী ও কয়েকজন অভিভাবক আব্দুল কাদেরকে আটক করে।

বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুছাব্বেরুল ইসলাম বলেন, ইজিবাইক চালক আব্দুল কাদের স্কুলে যাওয়া আসার সময় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করত। সে সবার সামনে অপরাধ শিকার করেছে। তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। 

 

 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা