• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

সেতুটি ভেঙ্গে পড়ায় চরম দূর্ভোগে মোড়েলগঞ্জের কয়েক হাজার মানুষ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২১  

বাগেরহাটের মোরেলগঞ্জে বিশারীঘাটা বাজার সংলগ্ন খালের উপর সেতুটি ভেঙ্গে পড়েছে। গত সোমবার (৪ অক্টোবর) মধ্য রাতে এটি ভেঙে পড়ে। লোহার অ্যাঙ্গেলের উপর কংক্রিটের ঢালাই দিয়ে নির্মিত এই সেতুটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ এ পথে মোরেলগঞ্জ শহরে আসা- যাওয়া করে। স্থানীয় বিবি আফসারিয়া মাধ্যমিক বিদ্যালয়, ওয়াজেদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় মসজিদের মুসল্লীরা চলাচলে পড়েছেন বিপাকে। গত দেড় বছর ধরে তাদের দৈনন্দিন প্রয়োজনে চরম ঝুঁকি নিয়ে পার হচ্ছিলেন সেতুটি। এটি ভেঙ্গে পড়ায় যাতায়াতে খুবই সমস্যায় পড়তে হচ্ছে কয়েক হাজার মানুষকে।

গত দেড় বছর ধরেই সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। তবে সপ্তাহখানেক ধরে সেতুটি খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। সোমবার রাতে হঠাৎ সেতুটির দক্ষিণ পাশের লোহার পিলার ভেঙে যায়। ভাঙ্গা সেতুর উপর দিয়ে জরুরি প্রয়োজনে পার হচ্ছে শিক্ষার্থী, মুসল্লি ও পথচারীরা।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী ও উপজেলা ভারপ্রাপ্ত প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম বলেন, শীঘ্রই এখানে টেকসই একটি সেতু নির্মাণ করা হবে।

 

 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা