• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

শরণখোলায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২১  

বাগেরহাটের শরণখোলায় রান্না ঘরের বালতির পানিতে পরে সাফওয়ান নামে ১৫ মাসের এক শিশু মারা গেছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

উপজেলার সাউথখালী ইউনিয়নের উত্তর তাফালবাড়ী গ্রামের নানা মাওলানা একে এম ইসাহাক আলীর বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

শিশুর মামা ইব্রাহীম হোসেন জানান, ১০-১২দিন আগে তার বোন আয়শা বেগম দুই ভাগ্নেকে নিয়ে তাদের বাড়ি বেড়াতে আসেন। এদিন সকাল ১০টার দিকে সাফওয়ানকে রেখে তার বোন বাথরুমে যান। শিশুটি সেই ফাঁকে হামাগুড়ি দিয়ে রান্না ঘরের বালতির পানিতে পড়ে যায়। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. এস এম ফয়সাল আহমেদ জানান, শিশুটিকে মৃত অবস্থায়ই হাসপাতালে আনা হয়েছে। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, শিশু মৃত্যুর বিষয়ে একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা