• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

মোংলায় শিক্ষার্থীদের টিকা প্রদান শুরু

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২১  

বন্দর নগরী মোংলায় এই প্রথম শিক্ষার্থীদের মাঝে করোনা টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। আজ রবিবার (২১ নভেম্বর) সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা শিক্ষার্থীদেরকে দেয়া হচ্ছে করোনার টিকা। এইচ এস সি ও সমমানের পরীক্ষার শিক্ষার্থীদের দেয়া হচ্ছে ফাইজারের টিকা। শুধু শিক্ষার্থীদের জন্যই এই প্রথম ফাইজারের টিকা দেয়া হয়েছে।

প্রথম দিনে মোংলা সরকারী কলেজের ৩৯৬ জনকে দেয়া হয় এ টিকা। আগামীকাল সোমবার (২২ নভেম্বর) টিএ ফারুক স্কুল এন্ড কলেজ এবং বঙ্গবন্ধু মহিলা কলেজের শিক্ষার্থীদেরকে দেয়া হবে করোনা প্রতিরোধকমুলক এ টিকা। পর্যায়ক্রমে এইচএসসি, আলিম ও ভোকেশনাল'র ১২শ’ অধিক শিক্ষার্থীদেরকে পরীক্ষা শুরু আগেই দেয়া হবে ফাইজার টিকার প্রথম ডোজ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতেষ বিশ্বাস বলেন, শুধুমাত্র এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদেরকে ফাইজারের টিকা দেয়া হচ্ছে। প্রথম দিনে প্রায় ৪শ জনকে দেয়া হবে। পরে পর্যায়ক্রমে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ টিকা পাবেন বলে জানান স্বাস্থ্য বিভাগের এ কর্মকর্তা। 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা