• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

আর্ন্তজাতিক মানবাধিকার দিবসে বাগেরহাটে র‌্যালী ও মানববন্ধন

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২১  

“বৈষম্য ঘোচাও, সাম্য বাড়াও, মানবাধিকারের সুরক্ষা দাও” এই শ্লোগান নিয়ে বাগেরহাটে র‌্যালি , মানববন্ধন ও পথসভার মধ্য দিয়ে আর্ন্তজাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে।

আজ শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুরে আইন ও সালিশ কেন্দ্রের সহযোগীতায় হিউম্যান রাইডস ডিফেন্ডার্স ফোরাম (এইচ আর ডি এফ) এর আয়োজনে বাগেরহাট প্রেবক্লাবের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে প্রেস ক্লাবের সামনে এসে মানববন্ধনে মিলিত হয়। হিউম্যান রাইডস ডিফেন্ডার্স ফোরাম বাগেরহাট জেলা শাখার  সভাপতি মো: কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন, বাগেরহাট প্রেস ক্লাবের সাবেক সভাপতি বাবুল সরদার, বাগেরহাট প্রেস ক্লাবের সাবেক সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন মজনু, এইচ আর ডিএফএর জেলার সাধারন সম্পাদক এ্যাড. শহিদুল ইসলাম, এইচ আর ডিএফ এর সদস্য এ্যাড লুনা সিদ্দিকী, আম্বিয়া খাতুন, নার্গিস আক্তার লুনা প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান সময়ে নানা ভাবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। বৈষম্য ঘোষাতে যেকোন মূল্যে মানবাধিকার সুরক্ষা করতে হবে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা