• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

রামপালে আ.লীগ কর্মী ফিরোজ হত্যায় জড়িত ৫ জন গ্রেফতার

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২১  

বাগেরহাটের রামপালে আ.লীগ কর্মী চাঞ্চল্যকর ফিরোজ শেখ হত্যা মামলার ৫  পলাতক আসামীকে গ্রেফতার করছে র‌্যাব। রোববার রাত পৌনে ১২ টার দিকে বাগেরহাটের রামপালের বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন বাগেরহাট জেলার রামপাল থানাধীন কাষ্টবাড়িয়া গ্রামের মৃত কেরামত আলীর ছেলে মোঃ বজলু শেখ (২৫), ইনছান শেখের ছেলে ইমরান শেখ (২২), মৃত রজ্জব আলী শেখের ছেলে এনাম শেখ (৪২) ও তার ছেলে সুমন শেখ (২১) এবং জিয়া গাজীর ছেলে সাগর গাজী (২২)।
র‌্যাব-৬ এর এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত পৌনে ১২টার দিকে মেজর এম রিফাত-বিন-আসাদ এবং লেঃ কমাঃ এম সারোয়ার হুসাইন এর নেতৃত্বে বাগেরহাট জেলার রামপাল থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর ফিরোজ শেখের হত্যা মামলার এজাহারভুক্ত ৫ আসামীকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।
গত ১৭ ডিসেম্বর সকাল সাড়ে ১১টার দিকে বাগেরহাট জেলার রামপাল থানাধীন শ্রীকলস গ্রাম এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলায় আ.লীগ কর্মী ফিরোজ শেখকে প্রতিপক্ষ নৃশংসভাবে হত্যা করা হয়। এসময় আরো ৩ জন আহত হয়।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা