• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

মোংলায় বড় দিনের উৎসবে উপমন্ত্রী হাবিবুন নাহার

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২১  

শান্তি ও কল্যাণের বানী নিয়ে যথাযথভাবে যিশুর আগমনী দিন উদযাপন করেছে মোংলার খ্রিস্টান সম্প্রদায় লোকজন। আজ শনিবার (২৫ ডিসেম্বর) সকাল ৮টায় দিনটি উপলক্ষে শহরের শেহেলাবুনিায় প্রধান গির্জা সেন্ট পলস ক্যাথলিক চার্চে বড়দিনের প্রার্থনায় যোগ দিতে স্বাস্থ্যবিধি মেনে সমাবেত হন ভক্তরা। ফুল, নানান রংয়ের বেলুন, নকশা করা কাগজ ও জরি ব্যবহার করে সাজানো হয়েছে গির্জার উপাসনালয়।   এসময় বড়দিনের উৎসবে যোগ দিতে প্রধান গির্জায় উপস্থিত ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ মন্ত্রী ও স্থানীয় সাংসদ বেগম হাবিবুন নাহার, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, মোংলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম,  গির্জার প্রধান পালক পুরোহিত ডানিয়েল মন্ডল ও ব্রাদার জয়ন্ত এন্ড্রু কস্তা সহ স্থানীয় আ'লীগের নেতৃবৃন্দ।

মহামারির কারণে এদিন বড়দিনের আয়োজন এবার চাকচিক্য কম দেখা গেছে এখানকার আরও সাতটি গির্জায়।

ধর্মযাজক ডামিয়েল মন্ডল এদিন বলেন, বড়দিনের যেসব ধর্মীয় আচার অনুষ্ঠানে বাইরের লোক সমাগম হয় সে ধরনের উদযাপন নিরুৎসাহিত করা করা হচ্ছে। মাস্ক ছাড়া কেউ গির্জায় প্রবেশ করতে পারবেনা। 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা