• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বড় দিনের ছুটিতে সুন্দরবনে দর্শনার্থীদের ভিড়

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২১  

আজ খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড় উৎসব ‘বড়দিন’। বড়দিন উপলক্ষে সুন্দরবনের পর্যটন স্পটগুলো ছিলো পর্যটকদের পদচারণায় মুখরিত। সকাল থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মত।

পরিবারসহ বেড়াতে এসেছেন বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী গাব্রিয়েল সরকার। প্রতিবেদকের সাথে কথা হলে তিনি বলেন, ‘বড় দিনের ছুটিতে সুন্দরবনে পরিবারসহ বেড়াতে এসে খুব ভালো লাগছে। পরিবারের সবাই বেশ আনন্দ করলাম।’

মোংলা করমজল পর্যটনকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকায় করমজলসহ সুন্দরবনে পর্যটকদের উপস্থিতি অনেকটাই কম ছিল। বর্তমানে পর্যটকদের উপস্থিতি দিন দিন বাড়তে শুরু করেছে। আজ বড়দিন উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারী, বেসরকারি সকল প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এছাড়া শুক্রবার ও শনিবার সরকারি ছুটি ছিলো। সব মিলিয়ে পরপর তিন ছুটি থাকায় আজ পর্যটকদের উপস্থিতি অন্যান দিনের তুলনায় অনেক বেশী। আশা করি এভাবে পর্যটক সুন্দরবনে আশা অব্যহত রাখে তাহলে সরকারি রাজস্ব অনেক বৃদ্ধি পাবে। পর্যটন খাত থেকে প্রতিবছর সরকারের যে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা রয়েছে তা পূরণ করাও সম্ভব হবে বলে জানান তিনি।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা