• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটে গ্রিল ভেঙে ডাকাতি, গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২১  

বাগেরহাটের মোরেলগঞ্জে একটি বসতবাড়ির গ্রিল ভেঙে ডাকাতি ও গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাত ২ দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের পূর্ব চিপাবারইখালী গ্রামের হারুন হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

নির্যাতিতা গৃহবধূকে বেলা আড়াইটার দিকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে তাকে বাগেরহাট সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।  খবর পেয়ে জেলা পুলিশ সুপার কেএম আরিফুল হক ও থানার ওসি মো. ইকবাল বাহার চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে হারুণ হাওলাদার বলেন, রাত ২টার পরে জানালার গ্রিল ভেঙে ৮-১০জন লোক ঘরে ঢুকে ধারালো অস্ত্রের মুখে হারুণ ও তার স্ত্রীকে (৪০) মারপিট করে আলাদা কক্ষে বেঁধে রাখে। পরে কয়েকজনে মিলে তার স্ত্রীকে গণধর্ষণ করে এবং ঘরে থাকা নগদ ১ লাখ ৯৬ হাজার টাকা ও ৯ ভরি ওজনের স্বর্ণালংকার হাতিয়ে নেয়।

এ বিষয়ে থানার ওসি(তদন্ত) তুহিন মন্ডল বলেন, ঘটনাটি রহস্যজনক বলে মনে হচ্ছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে ঘটনাস্থলে পুলিশ কর্মতৎপরতা শুরু করেছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা