• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র দক্ষিণ অঞ্চলের মানুষের জন্য আশির্বাদ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২২  

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, রামপাল তাপ কিদ্যুৎ কেন্দ্র দেশের দক্ষিণ অঞ্চলের মানুষের জন্য আশির্বাদ। প্রতিষ্ঠানটি বিদ্যুৎ উৎপাদনে যাওয়ার আগেই বহুমুখি সামাজিক কর্মকান্ড পরিচালনা করছে। এটি চালু হলে এ অঞ্চলের মানুষের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি সামাজিক কর্মকান্ডও উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাবে।
আজ সোমবার দুপুরে বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত সপ্তাহ ব্যাপী শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় মেয়র এ কথা বলেন। মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানী প্রাইভেট লিমিটেড-বিআইএফপিসিএল এই অনুষ্ঠানের আয়োজন করে। 
রামপাল পাওয়ার প্লান্টের উপ-প্রকল্প পরিচালক মো: রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রামপাল উপজেলা চেয়ারম্যান মো: মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী অফিসার কবির হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়াম্যানবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিআইএফপিসিএল’র ম্যানেজার (এইচ আর ) তরিকুল ইসলাম।


 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা