• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

নতুন নতুন বিনিয়োগে সুদিন ফিরেছে মোংলা ইপিজেডে

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২২  

দেশি-বিদেশি বিনিয়োগে সুদিন ফিরেছে বাগেরহাটের মোংলা ইপিজেডের। রাস্তাঘাট ও অবকাঠামোগত সুযোগ-সুবিধার দোহাই দিয়ে একসময় মুখ ফিরিয়ে নেওয়া মোংলা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (ইপিজেড) আবার ফিরেছেন বিনিয়োগকারীরা। এ ইপিজেডে বিনিয়োগ বাড়ায় গত পাঁচ বছরে দ্বিগুণের বেশি উৎপাদিত পণ্য রপ্তানি বেড়েছে।
বিশেষ প্রণোদনা, অবকাঠামোগত সুযোগ-সুবিধা বাড়ার পাশাপাশি ব্যাপক প্রচারের কারণেই সুদিন ফিরেছে। মোংলা ইপিজেড কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন। মোংলা ইপিজেডের মহাব্যবস্থাপক মাহবুব আহম্মেদ সিদ্দিক বলেন, ‘বাগেরহাটের আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক অবস্থার ব্যাপক পরিবর্তনের লক্ষ্যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৮ সালে এ ইপিজেড প্রতিষ্ঠা করেন। ৩০৩ একর জমির ওপর প্রতিষ্ঠিত এ ইপিজেডে ২৫৪টি শিল্প প্লট তৈরি করে অধিকাংশ ইতোমধ্যে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের বরাদ্দ দেওয়া হয়েছে। ফলে অন্য ইপিজেডের চেয়ে ভালো ব্যবধানেই এগিয়ে গেছে মোংলা। গত অর্থবছরে এ ইপিজেড থেকে ৯২৯ দশমিক ৮৮ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে; যা গত পাঁচ অর্থবছরের তুলনায় ৪৫ শতাংশ বেশি। এ সময় কর্মসংস্থান বেড়েছে ৮ হাজার ২০৯ জনের। এর ৬১ শতাংশই নারী।’
মোংলা ইপিজেডের এই শীর্ষ কর্মকর্তা আরও বলেন, ‘এ ইপিজেডে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বেপজার পক্ষ থেকে অনেক প্রণোদনা কার্যকর রয়েছে। অন্যান্য ইপিজেডের তুলনায় মোংলার জমি ও ভবন ভাড়া প্রায় অর্ধেক। ঢাকা, চট্টগ্রাম, কর্ণফুলী, আদমজী ও কুমিল্লা ইপিজেডে যেখানে বছরে প্রতি বর্গমিটার জমির ভাড়া ২ দশমিক ৫০ ডলার, সেখানে মোংলা ইপিজেডের জমি ভাড়া ১ দশমিক ৪০ ডলার। একইভাবে অন্য ইপিজেডগুলোয় বেপজা স্ট্যান্ডার্ড কারখানা ভবনের বর্গমিটারপ্রতি ভাড়া মাসে ৩ দশমিক ডলার, অথচ মোংলা ইপিজেডের ভাড়া ১ দশমিক ৭৫ ডলার।’
বেপজার নির্বাহী পরিচালক (জনসংযোগ) নাজমা বিনতে আলমগীর বলেন, ‘প্রথম দিকে পিছিয়ে পড়া মোংলা ইপিজেডকে এগিয়ে নিতে গৃহীত পদক্ষেপের কারণে এখন সুফল আসা শুরু করেছে। আধুনিক সুযোগ-সুবিধা ও অবকাঠামোগত উন্নয়নের ফলে এ ইপিজেডে বর্তমানে ৩৪টি প্রতিষ্ঠান উৎপাদনে রয়েছে। আরও আটটি প্রতিষ্ঠান উৎপাদন শুরুর অপেক্ষায়।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা