• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ মুজ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২২  

বাগেরহাটের মোল্লাহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার  মোঃ মুজিবুর রহমান মিয়া (৬৩) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া-ইন্নাইলাহি রাজিউন)। শুক্রবার (০৭ জানুয়ারি) রাতে মোল্লাহাট উপজেলার কাহালপুর গ্রামে নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি এক স্ত্রী,  এক পুত্র, দুই কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

আজ শনিবার (০৮ জানুয়ারি) দুপুরে নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় কাহালপুর আবুহুরাইরা (রাঃ) মাদ্রাসা  কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে। দাফনের আগে মোল্লাহাট থানার একটি চৌকোষ দল মরহুমের কফিনে গার্ড অব অনার প্রদান করেন। এসময়, মোল্লাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা  শাহিনুল আলম ছানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়াহিদ হোসেন, মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ, পিরোজপুর কারাগারের জেলার মোঃ ইকবাল হোসেন শামিম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল কবীর, মোঃ মনিরুজ্জামান মিয়া, শেখ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান মোল্লা হায়দার, মোঃ নজরুল ইসলাম মিল্টন, মোঃ জিকরুল আলম মিয়া, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এদিকে বীর-মুক্তিযোদ্ধা মোঃ মুজিবুর রহমান মিয়ার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন। একইভাবে শোক বার্তা দিয়েছেন মোল্লাহাট উপজেলা আওয়ামী

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা