• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

নিলামে উঠছে মোংলা বন্দরে পড়ে থাকা ১৩২টি রিকন্ডিশন গাড়ি

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২২  

মোংলা কাস্টম হাউসের অধীনে বন্দর জেটিতে রক্ষিত আমদানি করা বিভিন্ন মডেলের রিকন্ডিশন ১৩২টি গাড়িসহ অন্যান্য মালামালের নিলাম অনুষ্ঠিত হবে ১৮ জানুয়ারী। আজ বুধবার বিষয়টি নিশ্চিত করে কাস্টমস বিভাগের রাজস্ব কর্মকর্তা মো. আবু বাসার সিদ্দিকী বলেন, আগামী ১৮ জানুয়ারি বিভিন্ন মডেলের ১৩২টি গাড়ি নিলাম অনুষ্ঠিত হবে। ৩২টি লটে এসব নিলাম অনুষ্ঠিত হবে। গত ৫ জানুয়ারি এ নিলাম আহ্বান করা হয়। গাড়িগুলো সরাসরি জাপান থেকে আমদানী করা।
বন্দরের একটি সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে গাড়িগুলো বন্দরের জেটিতে পড়ে রয়েছে। নিয়মানুযায়ী আমদানি করা গাড়ী বন্দরে পৌঁছার ৩০ দিনের মধ্যে ছাড় করিয়ে না নিলে সরকারী নিলামের তালিকায় চলে যায়। পরে শুল্ক ও রাজস্ব আদায়ে কাস্টম কর্তৃপক্ষ তা নিলামে তোলে। আমদানীকারকেরা গাড়িগুলো বুঝে না নেয়ায় বন্দর এলাকায় অযত্নে পড়ে রয়েছে। বন্দর কর্তৃপক্ষও জায়গার ভাড়া পাচ্ছে না। তাছাড়া বন্দরের নিরাপত্তা বিভাগকেও বাড়তি চাপে থাকতে হচ্ছে।  
প্রসঙ্গত, রাজধানীর সংঙ্গে দূরত্ব কম হওয়ায় ২০০৯ সাল থেকে দেশে আমদানি করা গাড়ীর বড় একটি অংশ খালাস হয় মোংলা বন্দর দিয়ে।  

 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা